কলকাতা: এই গান শুনে মনে হতেই পারে এখানে আদ্যোপান্ত প্রেমের কথাই বলা হয়েছে। কিন্তু ছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছে যখন বল্লভপুরের রাজবাড়ি সেজে উঠছে নতুন সাজে। গানের কথা বলছে, 'সাজো, সাজাও এমন করে.. বুঝতে নারি কেমন তুমি'। ছবিতে এই গানটি শোনা গিয়েছিল সাহান বাজপেয়ী (Sahana Bajpaie)-এর গলায়। আর ছবি মুক্তির পরে সেই গানই শোনা গেল অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও দেবরাজ ভট্টাচার্য্য (Devraaj Bhattacharyya)-র গলায়।
'বল্লভপুরের রূপকথা' (Ballavpurer Rupkotha) ইতিমধ্যেই মনে ধরেছে সবার। এই গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য্য নিজেই ও কম্পোজ করেছেন দেবরাজ। আর এবার নিজেরাই গানটি গাইলেন তাঁরা। এই ছবিতে আরও একটি গান গেয়েছেন দেবরাজ। সঙ্গী ছিলেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee)। নতুন প্রেমের গান। যদিও এই গানটি মূল ছবিতে ব্যবহৃত হয়নি।
অনির্বাণ এর আগেও গান গেয়েছেন। নাটকের মঞ্চে তাঁর গানের সঙ্গে পরিচিত ছিলেন অনেকেই। প্রথমবার পর্দায় তাঁর গলায় 'কিচ্ছু চাইনি আমি' শুনে আবেগে ভেসেছিলেন দর্শক। 'সাজো সাজাও' গানে দেবরাজ ও অনির্বাণের গলাও মনকাড়ানি।