কলকাতা : 'টিএমসিপি করলে, তবেই মিলবে হস্টেল।' চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল কলকাতা মেডিক্যালে । জুনে গার্লস হস্টেলের সুপার-সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও এনিয়ে 'নিষ্ক্রিয়' ছিলেন ডিন ! এমনই অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কলকাতা মেডিক্যাল কলেজের ডিনকে সরিয়ে দিল হাসপাতালের তদন্ত কমিটি। অভিযুক্ত হস্টেল সুপার-সহ আরও ৪ চিকিৎসক অধ্যাপকের বিরুদ্ধেও পদক্ষেপ।স্বাস্থ্য ভবনের নির্দেশ না আসা পর্যন্ত অভিযুক্ত চিকিৎসক অধ্যাপকদের কাজ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ কাউন্সিলের বৈঠকের পর এনিয়ে সিদ্ধান্ত ঘোষণা করেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।


এনিয়ে সাংবাদিক বৈঠকে এক পড়ুয়া বলেন, "চারজন অধ্যাপক আমাদের কলেজের একজন পার্ট ওয়ানের ছাত্রীকে ডেকে হুমকি দেন। ওই ছাত্রীকে বলা হয়, কলেজে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে তোমাদের TMCP নামক সংগঠনটা করতেই হবে। যদি সেই সংগঠনটা না করো, তাহলে কলেজের বিভিন্ন জায়গায় সমস্যা আসবে। তোমাদের সাপ্লি দেওয়া হবে। আর যদি তুমি ওই সংগঠন করো তাহলে অ্যাকাডেমিক অনেক সুবিধা পাবে। তোমার কলেজ জীবন অনেক মসৃণভাবে কাটবে। সেটার বিরুদ্ধে ওই ছাত্রী অধ্যক্ষের কাছে অভিযোগ জানান। তার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ স্যার একটা কমিটি গঠন করেন। সেই কমিটির রিপোর্টে চারজন অধ্যাপককেই দোষী পাওয়া গেছে। আজ কলেজ কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতদিন অবধি উচ্চ কর্তৃপক্ষ থেকে কোনও শাস্তি ঘোষণা করা হচ্ছে না, ততদিন ওই অধ্যাপকদের অ্যাকাডেমিক ও নন-অ্যাকাডেমিকে পোস্টে আসতে বারণ করা হয়েছে।" 


এনিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, "তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছি। সেটা কলেজ কাউন্সিলে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে। তা থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত সমস্তটাই পাঠিয়ে দিচ্ছি স্বাস্থ্য দফতরে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনের কাছে। যেহেতু আমরা নিয়োগ কর্তৃপক্ষ নই, এই সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করার এবং চূড়ান্ত অনুমোদন বা পরিমার্জন সমস্তাটাই উচ্চতর কর্তৃপক্ষ দেখবেন। আমরা পাঠিয়েছি। দুই সমস্ত সময় চেয়েছি।"


প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য ছাড়িয়ে গোটা দেশ। সেই ঘটনায় প্রতিবাদে শামিল হয়েছে সমাজের প্রায় সব শ্রেণির মানুষ। এদিকে ঘটনার পর থেকেই আরজি মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। এমনকী সেখানে দুর্নীতির অভিযোগের তদন্তভারও দেওয়া হয়েছে সিবিআইকে। এই পরিস্থিতিতে কলকাতা মেডিক্যালের এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।