কলকাতা: বছর খানেক আগেই এক বড় সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। ব্লু লাইনে ৯টা ৪০-র বদলে নিউ গড়িয়া এবং দমদম থেকে রাত ১১টায় এক বিশেষ মেট্রো পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। পরে সময় বদল করে ১০টা ৪০ মিনিটে সেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ট্রেন থাকলেও, নেই কাঙ্খিত যাত্রী, হচ্ছে বাড়তি খরচ। এবার অনির্দিষ্টকালের জন্য এই বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ হচ্ছে।

কলকাতা হাইকোর্টে শেষ মেট্রোর সময় বাড়ানোর জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বলা হয়েছিল যে বহু অফিসযাত্রীই বেশ খানিক রাতে ফেরেন এবং তাদের নিত্যদিন ভোগান্তি শিকার হতে হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, রাতের মেট্রো বাড়ালে সাধারণ মানুষের সুবিধা হয়। তারপরেই গত বছরের জুন মাসেই ব্লু লাইনে রাতে এক জোড়া এই বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছিল। যাত্রীদের একাংশ এই সিদ্ধান্তে স্বভাবই খুশির হয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন এই মেট্রো রাতে বাস বা ট্যাক্সি পাওয়ার ভোগান্তির অবসান ঘটিয়ে যাত্রী পরিষেবা অনেক সহজ করবে।

তবে ওই মেট্রোয় পর্যাপ্ত পরিমাণে ভিড় না হওয়ার কথা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই রাতের এই মেট্রোর জন্য দূরত্ব নির্বিশেষে নির্ধারিত ভাড়ার সঙ্গে আরও অতিরিক্ত ১০টাকা করে সারচার্জ যোগ করা হয়েছিল। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত কেউ যদি এই রাতের মেট্রোয় যান, তাহলে তাঁকে ১০টাকার বদলে দিতে হত ২০ টাকা। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে শেষ মেট্রোর ভাড়া ১০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়। তবে তাতেও শেষরক্ষা আর হল না। 

বছর ঘুরতে না ঘুরতেই এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলল মেট্রো কর্তৃপতক্ষ। কাল, অর্থাৎ বুধবার ৩ সেপ্টেম্বর থেকে আর রাত ১০.৪০ মিনিটে দমদম বা শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে আর ছুটবে না মেট্রো। এই মেট্রো বন্ধের কারণ অবশ্য পরিকাঠামোগত সমস্যা। দাবি করা হচ্ছে, 'পরিকাঠামোর সমস্যায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে পরিষেবা'। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রেক ও মোটরম্যানের সঙ্কটে জেরেই এই পরিষেবা বন্ধ করা হচ্ছে।

এবার থেকে দুই প্রান্ত থেকেই ১০.৪০-র বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।