কলকাতা : রাতভর দফায় দফায় বৃষ্টিতে শহরের রাস্তায় রাস্তায় জল। জলমগ্ন শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল অ্যাভিনিউ। সকালে বৃষ্টি থামলেও এখনও জল জমে রয়েছে বেশ কিছু রাস্তায়। জল থৈ থৈ পরিস্থিতি বিবি গাঙ্গুলি স্ট্রিট, এমজি রোড, মুক্তারামবাবু স্ট্রিট, মুরলিধর সেন লেনে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগকারী প্রায় সব রাস্তাতেই জল জমে রয়েছে। সপ্তাহের প্রথম দিনই ভোগান্তি অফিসযাত্রীদের। এরই মধ্যে সপ্তাহের প্রথম দিনই মেট্রো চ্যানেলে জল জমে মেট্রো চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।
রাতে দফায় দফায় বৃষ্টিতে মেট্রোলাইনে জমেছে জল। অফিসটাইমে মেট্রো চলাচলে বিভ্রাট ঘটনায় মাথায় হাত যাত্রীদের। চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ-ডাউন লাইনে জমে গিয়েছে জল। নিউ গড়িয়া থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। তারপর বন্ধ পরিষেবা।
অন্যদিকে , গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ-ডাউন লাইনে ট্রেন বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম দিনে মেট্রো বিভ্রাটে যাত্রী ভোগান্তি চরমে।
পরবর্তী আপডেট
বেলার দিকে বৃষ্টির জল জমার সংস্যা মিটলেও নতুন ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। জল জমার সমস্যা মেটার ২২ মিনিট পর বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সকাল ১১টা ২০-তে বেলগাছিয়া স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দেন এক যুবক। তার জেরে তখন কিছু সময়ের জন্য মেট্রো চলাচল কয়েকটি স্টেশনে ব্যাহত হয়। নিউ গড়িয়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করে।