অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সোমবার থেকে শুরু হয়েছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা। প্রায় ১৭ ঘণ্টা পর এদিন সকাল থেকে শুরু হয়েছে মেট্রো চলাচল। কেন বারবার এই দুর্ভোগ? 


প্রায় ১৭ ঘণ্টা পর দুর্ভোগের অবসান ঘটেছে। সোমবার সকাল ৭টায়, শুরু হয়েছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা। যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার দুপুর ১ টা ৫২ মিনিট থেকে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো চলাচল। রাত ৯ টা ৪০-এর শেষ পরিষেবা পর্যন্ত তা সারানো সম্ভব হয়নি। চরম দুর্ভোগে পড়েন মেট্রো যাত্রীরা। রাতভর ধরে চলে মেরামতি। এই একই সমস্য়া হয়েছিল বৃহস্পতিবারও। সেদিন অবশ্য়, ৫ ঘণ্টা বন্ধ ছিল সার্ভিস।

কী কারণে বারবার এই দুর্ভোগ?


মেট্রো রেল সূত্রে খবর, সমস্য়ার সূত্রপাত একটা যন্ত্র ভেঙে যাওয়াকে কেন্দ্র করে। প্রত্য়েকটা AC রেক থার্ড লাইন থেকে, থার্ড রেল কারেন্ট কালেক্টর বা সংক্ষেপে TRCC নামক একটি যন্ত্রের মাধ্য়মে বিদ্য়ুৎ সংগ্রহ করে। রেকের নীচের দিকে থাকে যন্ত্রটি।  সেটাই ভেঙে পড়েছে থার্ড লাইনের ওপর। যার জেরে থার্ড লাইন ক্ষতিগ্রস্ত হয়ে নিজের জায়গা থেকে সরে যায়। ফলে বিদ্য়ুৎ সংগ্রহ করার যে পদ্ধতি, তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে, মেট্রো রেল, যা কিনা কলকাতার লাইফলাইন, সেখানে কেন বারবার এমন যান্ত্রিক সমস্যা হচ্ছে?

মেট্রো রেল সূত্রে খবর, যাত্রার শেষে, প্রতিদিন মেট্রোর রেক ও ট্র্য়াকে রুটিন রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কথা। তবে কি রক্ষণাবেক্ষণেই কোনও গাফিলতি হচ্ছে? না হলে, ২ দিনের ব্য়বধানে কেন একই যন্ত্র বারবার ভেঙে যাবে? সাম্প্রতিককালে মেট্রো সার্ভিস নিয়ে একাধিক সমস্য়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। কখনও দেরিতে চলে, কখনও আবার মাঝে বেশ কয়েকটি মেট্রো স্কিপ করে দেওয়া হয় বলে অভিযোগ। এর সঙ্গে এবার মারাত্মক যান্ত্রিক ত্রুটি।এবিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “বারবার এক জায়গায় যান্ত্রিক ত্রুটি অনভিপ্রেত। রবিবার বলে হয়তো বিক্ষোভ এড়ানো গেছে। এই ঘটনা যে আবার ঘটবে না সেটাও বলা যায় না। পরপর দুবার কেন ঘটল মেট্রোর ইলেকট্রিক্য়াল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভাগীয় তদন্ত শুরু করেছে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Modi-Mamata Meeting: বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, উপস্থিত থাকবেন TMC-র দশ সাংসদ