Lava Smartphone: ভারতের সংস্থা লাভা- র নতুন ফোন লাভা স্টর্ম ৫জি (Lava Storm 5G) দেশে লঞ্চ হতে চলেছে আগামী ২১ ডিসেম্বর। লাভা সংস্থা (Lava India) এক্স মাধ্যমে এই খবর প্রকাশ করেছে। সংস্থার তরফে একটি অফিশিয়াল টিজার ভিডিও-ও প্রকাশ করেছে। এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে পোস্টারও। সেখানে থেকে আসন্ন ফোনের ডিজাইন সম্পর্কে ধারণা করা হয়েছে। লাভা স্টর্ম ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। দুটো রঙে এই ফোন লঞ্চ হবে। এই ডিভাইসে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে লাভা স্টর্ম ৫জি ফোন কেনা যাবে। ফোনের ব্যাক প্যানেলে গোলাকার আকৃতির দুটো ক্যামেরা সেনসরথাকবে। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফোনের রেয়ার প্যানেলে উল্লম্বভাবে সাজানো থাকবে দুটো ক্যামেরা মডিউল। লাভা স্টর্ম ৫জি ফোনের ব্যাক প্যানেলে উপরে বাঁদিকে কোণে থাকবে এই ক্যামেরা সেটআপ। কালো এবং সবুজ রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ফোনের বাঁদিকের অংশে পাওয়ার বাটন থাকবে।
কত দাম হতে পারে এই ফোনের
লাভা স্টর্ম ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে বলে আভাস দিয়েছেন টিপস্টার মুকুল শর্মা। মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকবে এই ফোনে। এর সঙ্গে থাকবে ৮ জিবি অনবোর্ড র্যাম। এই র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর সঙ্গে এই ফোনে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর থাকতে পারে।
ভারতে নতুন বাজেট ফোন লঞ্চ করেছে দেশীয় সংস্থা লাভা
দেশে লঞ্চ হয়েছে Lava Yuva 3 Pro মডেল। তিনটি রং এবং AG গ্লাস ব্যাক সহ এই ফোনগুলি লঞ্চ হয়েছে। লাভা সংস্থার নতুন ফোনে Unisoc T616 প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিং রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর যুক্ত রয়েছে। এছাড়াও লাভা সংস্থার এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। বর্তমানে Desert Gold, Forest Viridian, Meadow Purple- এই চারটি রঙে কেনা যাবে ফোনটি। কিনতে পারবেন লাভা ই-স্টোর এবং সংস্থার রিটেল নেটওয়ার্ক থেকে।
আরও পড়ুন- আপনার ইনস্টা স্টোরি যাতে আরও বেশি লোক দেখতে পান তার জন্য হাজির 'অ্যাড ইয়োর টেমপ্লেট' ফিচার