অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী সপ্তাহে শুরু কলকাতা বইমেলা (Kolkata International Book Fair 2024)। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মাঝে করুণাময়ী স্টেশনের কাছেই হচ্ছে বইমেলা। সারা সপ্তাহ তো বটেই ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তেও। তাই রবিবারও চলবে মেট্রো।         

  


১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। ৩১ জানুয়ারি পর্যন্ত এই মেলা। এই সময়পর্বে গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোতে অতিরিক্ত মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে।


সোমবার থেকে শনিবার


প্রতিদিন ১২০টি মেট্রো চলবে। যার মধ্যে ৬০টি পূর্বমুখী ও ৬০টি পশ্চিমমুখী। অন্য সময় এই সংখ্যাটা থাকে ১০৬। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত দশটায়। বেলা ২টো ৫৫ থেকে রাত ৯টা ১৯ পর্যন্ত ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো।


প্রথম পরিষেবা:



  • শিয়ালদা থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে।

  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো সকাল ৭টায়।


শেষ পরিষেবা:



  • শিয়ালদা থেকে শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে।

  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।


রবিবার


বইমেলা পর্বে দুটি রবিবার মেলায় আসতে পারবেন বইপ্রেমীরা। ২০ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি। ওই দুদিনও মিলবে মেট্রো পরিষেবা। মোট ৮০টি মেট্রো চলবে গ্রিন লাইনে। যার মধ্যে ৪০টি পূর্বমুখী ও ৪০টি পশ্চিমমুখী। বেলা ১২টা ৫৫ থেকে রাত দশটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। বেলা ২টো ৫৫ থেকে রাত ৯টা ১৯ পর্যন্ত ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো।               


প্রথম পরিষেবা:



  • শিয়ালদা থেকে প্রথম মেট্রো বেলা ১২টা ৫৫ মিনিটে।

  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো বেলা ১টায়।


শেষ পরিষেবা:



  • শিয়ালদা থেকে শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে।

  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Kolkata News: রাতে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ২