কলকাতা : আগামী সপ্তাহ থেকে ব্লু লাইনে মেট্রোর ভাড়া বাড়ছে। তবে সব পরিষেবার জন্যই টিকিটের মূল্য বাড়বে না। দাম বাড়ছে শেষ মেট্রোর টিকিটের।
মেট্রো রেলওয়ে সূত্রের খবর, যাত্রীদের সুবিধার কথা ভেবে সম্প্রতি দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ১০টা ৪০-এ। সূত্রের দাবি, শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে। তাই ওই মেট্রো চালানো লাভদায়ক হচ্ছে না। তবে কিছু যাত্রীর কাছে এটা রাতের লাইফলাইন হয়ে উঠেছে। বেশি রাতে কাজ থেকে ফেরা মানুষদের কাছে ইতিমধ্যেই এই পরিষেবা অপরিহার্য হয়ে উঠেছে। তাই দুইদিক বজায় রেখে, লোকসান এড়িয়ে পরিষেবা চালু রাখতে এবার বিশেষ ব্যবস্থা নিল মেট্রো রেলওয়ে।
শেষ মেট্রোয় টিকিট পিছু ১০টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন ভাড়া কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে। তারপর রাত ১০টা ৪০-এর ট্রেনের সওয়ারি দের বর্তমান ভাড়ার থেকে ১০ টাকা করে বেশি ভাড়া দিতে হবে। কবি সুভাষ থেকে ওই সময় একটি ট্রেন ছাড়ে দমদমের উদ্দেশে আর অন্যদিকে দমদম থেকে ট্রেন ছাড়ে কবি সুভাষ ( নিউ গড়িয়া ) স্টেশনের উদ্দেশ। উভয় ক্ষেত্রেই এই নতুন ভাড়া প্রযোজ্য হবে।
এই বছরই রাতের দিকে যাত্রীদের সুবিধের কথা ভেবে পরীক্ষামূলকভাবে রাত ১১টায় শেষ মেট্রো চালু করা হয়েছিল। কিন্তু দেখা যায়, রাত ১১টায় মেট্রোর কামরাগুলি প্রায় ফাঁকাই থাকছে। ফলে আর্থিক লাভ হয়নি তেমন। তারপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, রাত ১১ টায় শেষ মেট্রো চালানো হবে না। জানানো হয়, যথেষ্ট যাত্রী না হওয়ায় শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হয়েছে। তারপর থেকেই দমদম ও নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়তে শুরু করে রাত ১০টা ৪০ মিনিটে। তার আগের মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০-এ। শেষ মেট্রোর সময় খোলা থাকে না টিকিট কাউন্টার। শুধুমাত্র স্মার্ট কার্ড এবং UPI পেমেন্ট মোডে টিকিট কেটে যাতায়াত করে থাকেন মেট্রো যাত্রীরা। ভাড়া বাড়লেও যাত্রীদের স্মার্ট কার্ড এবং UPI পেমেন্ট মোডে টিকিট কেটে যেতে হবে।
আরও পড়ুন :