অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার থেকে রবিবার করে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা।মেট্রো রেল সূত্রে খবর, বউবাজার অংশ জোড়া হচ্ছে। সেই কারণে সিগন্যালিংয়ের কাজ চলবে। 


ফলে ২৩ মার্চ থেকে শুরু করে আপাতত প্রতি রবিবার বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন পরিষেবা। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত রবিবার করে ওই লাইনে মেট্রো পরিষেবা মিলবে না।                    


এর আগে দু’ দফায় মোট ৮ দিন বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। বউবাজারের অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে। এর আগে সপ্তাহে নির্দিষ্ট দিন থেকে রবিবার পর্যন্ত চারদিন ও আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ ছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল।


গত বছরই চালু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের পরিষেবা। আগেই যাত্রী পরিষেবা চালু হয়েছে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে। কিন্তু এখনও জোড়া যায়নি মাঝের অংশ। অর্থাৎ, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ এখনও সম্পূর্ণ হয়নি।  


আরও পড়ুন, 'সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেছেন মমতা!' কটাক্ষ করতে গিয়ে নাম বিভ্রাট শুভেন্দুরও!


২০১৯ সালে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন, বউবাজারে দুর্গা পিতুরি লেনে ঘটে যায় বড়সড় বিপর্যয়। মাটির নীচ দিয়ে মেট্রোর টানেল তৈরির কাজ চলাকালীন ফাটল ধরে যায় বহু বাড়িতে। এর ফলে সাময়িকভাবে বন্ধ করে দিতে ওই অংশের কাজ। কাজ শেষ না হওয়ায়, স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ে চালু করা যায়নি যাত্রী পরিষেবা। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশ বাদ দিয়ে এরপর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে শুরু হয় মেট্রো চলাচল।                                


এবার এই অংশেই পরিষেবা চালু করতে উদ্যোগী মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এক ফরাসী সংস্থাকে। এর জন্য আমূল পরিবর্তন আনতে হবে সিগন্যালিং ব্যবস্থায়। যাত্রী পরিষেবা চালু রেখে যা কোনওভাবেই করা সম্ভব নয়। 


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে