কলকাতা: আট থেকে আশি, একেবারে জলের মতো মুখস্থ করে নিয়েছে সুনীতা উইলিয়ামসের নাম। আর যে নাম পৃথিবীজুড়ে শিরোনামে, সেই নাম নিয়েই এবার বিভ্রাটে নাস্তানাবুদ রাজ্য রাজনীতি। আর এই বিভ্রাটে জড়াল রাজনীতির অন্যতম ২ কুশীলবের নাম। একজনেরটা একেবারে প্রকাশ্যে, আরেকজনেরটা অবশ্য বিরোধী দলনেতার দাবি। 

শুভেন্দু অধিকারীর দাবি, 'আগে দেখান সনিয়া উইলিয়ামসের নাম। সুনীতা উইলিয়ামসের নাম বদল করে, তার পদবি বদল করে সুনীতা চাওলা করে দিয়েছে'।                                                            

সুনীতা উইলিয়ামসের নাম নিয়ে বাংলায় যা হল, তা অবাক করে দেওয়ার মতো! মমতা বন্দোপাধ্যায় সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে তিনিও আবার নাম বিভ্রাটে জড়ালেন। 

পাল্টা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'সনিয়া উইলিয়াম' ও 'সুনীতা ইউনিয়ন' নামে দুই মহাকাশচারী যা শুধু তাঁর কল্পনাতেই আছে, তাঁদের আবিষ্কার করে নাসাকে চমকে দিলেন।                                                                    

এদিন বিধানসভার অন্দরে সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান মমতা বন্দোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'এটা ভারত সরকার বুঝবে। আর এমনিও গুজরাতের সঙ্গে ওদের যোগাযোগ, গুজরাতের মেয়ে। গুজরাতবাসীরা তাঁকে আমন্ত্রণ জানাচ্ছে। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী পর্যন্ত ঠিক আছেন। ওখানেই আটকে থাকলে ভাল হয়।' 

বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেন, সুনীতা উইলিয়ামসের সাহস ও তাঁর সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। যাদের মিলিত প্রয়াসে সফলভাবে তাঁদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে তাঁদের সকলকে ধন্যবাদ।                                                                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে