কলকাতা: কাজের দিনে ফের মেট্রো বিভ্রাট। টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত চলছে না মেট্রো। ব্রিজি থেকে রেক ঘোরাতে গিয়ে সমস্যা। বেলা সাড়ে ১২টার পর থেকে মেট্রো বিভ্রাট।
আরও পড়ুন, কাঠমাণ্ডুগামী উড়ানে কারিগরি ত্রুটি, বিমানের ভিতর ক্ষোভে ফেটে পড়লেন বিমানযাত্রীরা
প্রসঙ্গত, গতমাসেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হয়। তার প্রভাব পড়ে কলকাতা মেট্রোর ব্লু লাইনে। অন্যদিকে, মেট্রোর নতুন ৩টি অংশ চালু হওয়ায় বেড়েছে যাত্রীর সংখ্যা। মেট্রোর সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও, প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। আপাতত দক্ষিণেশ্বর থেকে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে মেট্রো। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই অফিস টাইমে মেট্রো দেরিতে চলছে। আবার কোনও কোনও মেট্রো টালিগঞ্জ পর্যন্ত যাচ্ছে। ব্রিজি পর্যন্ত সব ট্রেন না যাওয়ায় মাঝপথে নেমে ফের মেট্রোর জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।মেট্রোর এই অসুখের কারণও চিহ্নিত করা হয়েছে।
মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া প্রান্তিক স্টেশন হওয়ায় সেখানে ট্রেন ঘোরানোর ব্যবস্থা ছিল। কিন্তু ব্রিজি স্টেশনে সেই সুবিধা নেই। ফলে নিউ গড়িয়া পর্যন্ত নিয়ে গিয়ে মেট্রো ঘোরাতে হচ্ছে। সেখানে পুনর্নির্মাণের কাজ চলায় রেক ঢোকানো এবং বের করায় সময় লাগছে। এর ফল ভুগতে হচ্ছে মেট্রো যাত্রীদের। দুর্ভোগ কমাতে এবার ব্রিজি স্টেশনে ট্রেন ঘোরানোর কাটওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, কাটওয়ে তৈরি হলে ব্রিজি স্টেশন থেকেই ঘোরানো যাবে মেট্রো।
ইয়েলো লাইন, অর্থাৎ, এয়ারপোর্টের লাইনে, মেট্রো চলবে সকাল ৮ টা থেকে রাত ৮টা অবধি। অর্থাৎ খুব সকালে বা একটু রাতের দিকে বিমান ধরার থাকলে, মেট্রো চড়ে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন না।নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। এর ফলে, দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো পথে যুক্ত কলকাতার বিমানবন্দরও। এখন যেহেতু একাধিকরুটে মেট্রো চলে, তাই নোয়াপাড়া-দমদম বিমানবন্দর মেট্রো পথে সুবিধা হবে যাত্রীদের। এয়ারপোর্ট থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া লাগবে ৫ টাকা। দমদম পর্যন্ত আসতে লাগবে ৩০ টাকা।হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত, ৭০ টাকা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)