পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পুজোর মুখে ফের মেট্রোয় ঝাঁপ। যতীন দাস পার্কের আপ লাইনে ঝাঁপ এক ব্যক্তির। ঘটনার জেরে বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান মেট্রো পরিষেবা। ময়দান থেকে দক্ষিণেশ্বর ও টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো চলছে।
আরও পড়ুন, পুজো উদ্বোধনে এসে পরিবর্তনের ডাক অমিত শাহের, 'বাংলায় এমন সরকার হোক..'
প্যান্ডেল হপিং-এর জন্য এবার বিশেষ ব্যবস্থা করেছে রেল। পুজোর ভিড় সামাল দিতে চলবে স্পেশাল মেট্রোও। ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল- চারটি রুটেই মিলবে স্পেশাল মেট্রো পরিষেবা। কলকাতার পুজো দেখতে আসার জন্য, জেলার মানুষের ভরসা ট্রেন এবং মেট্রো। পুজোর কটা দিন অতিরিক্ত চাপ থাকে শিয়ালদা স্টেশনে। এই বিপুল চাপ সামলাতে এবার একগুচ্ছ বন্দোবস্ত করছে রেল। পুজোয় ২ ভাগে মোট ৪ দিন ৩১ টি পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। পঞ্চমী, ষষ্ঠী এবং নবমী, দশমী বাড়তি ট্রেন চালাবে রেল। এই ৪ দিন শিয়ালদা মেন ও উত্তর শাখা মিলে চলবে মোট ১৯ টি স্পেশাল ট্রেন।
শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে ১২ টি পুজো স্পেশাল। শিয়ালদা স্টেশনে ভিড় সামাল দিতে খোলা হচ্ছে বেরনোর নতুন গেট। নাম দেওয়া হয়েছে প্রফুল্ল দ্বার। ১ নম্বর ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আসা যাত্রীরা এই গেট দিয়ে বেরতে পারবেন। খোলা হচ্ছে নতুন ৯ টি টিকিট কাউন্টার। সাধারণ যাত্রীদের জন্য ৭ টি, শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্য ১ টি, ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য ১ টি কাউন্টার খোলা হচ্ছে। রাখা হবে ৩টি বাড়তি টিকিট ভেন্ডিং মেশিন। এরই সঙ্গে থাকছে QR কোড স্ক্যান করে টিকিট কাটার ব্যবস্থাও। উৎসবের ভিড় সামাল দিতে দমদম স্টেশনেও খোলা হচ্ছে নতুন ৩টি টিকিট কাউন্টার। যার মধ্যে ১ টি কাউন্টার থাকবে শুধুমাত্র বিশেষভাবে সক্ষমদের জন্য। এদিকে পুজোর ভিড় সামাল দিতে চলবে স্পেশাল মেট্রোও। ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল। চারটি রুটেই মিলবে স্পেশাল মেট্রো পরিষেবা। পঞ্চমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা মিলবে সকাল ৮ টা থেকে রাত ১১ টা অবধি।ষষ্ঠীতে মেট্রো চলবে সকাল ৯ টা থেকে। শেষ মেট্রো ছাড়বে রাত ১১ টায়। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১ টায়। ভোর চারটে পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। দশমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১ টায়। পরিষেবা মিলবে রাত ১১ টা পর্যন্ত। তবে ২ টি মেট্রো চলাচলের মাঝের ব্যবধান হবে আলাদা আলাদা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)