কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায়, গ্রেফতার ২। উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয় অমিত দাস ও টুম্পা দাসকে।CBI সূত্রে খবর, বিজেপি কর্মী খুনের পর থেকেই পলাতক ছিলেন এই ২ জন। তাদের নামে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে CBI.

Continues below advertisement

আরও পড়ুন, পুজোয় বাড়িতে ফিরলেন পরিযায়ী শ্রমিক, কিন্তু ততক্ষণে সবশেষ, পুরুলিয়ায় একই পরিবারের স্ত্রী ও ৩ নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু !

Continues below advertisement

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় গ্রেফতার ২, আজই ধৃতদের কোর্টে তোলা হবে

আজই ধৃতদের CBI স্পেশাল কোর্টে তোলা হবে তাদের। ২০২১ সালের ২ মে, বিধানসভা ভোটের রেজাল্টের দিন খুন হন অভিজিৎ সরকার। তিনি বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। ডিজিটাল এভিডেন্স খতিয়ে জানা গেছে, খুনের সময় ঘটনাস্থলে ছিলেন ২ অভিযুক্ত, দাবি CBI-এর।প্রসঙ্গত, বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায়, ইতিমধ্যেই তৎকালীন OC, SI এবং হোমগার্ডকে জেলে পাঠিয়েছে বিশেষ সিবিআই আদালত। জেল হেফাজতে পাঠানো হয় তৃণমূল কর্মী সুজাতা দে কেও।

বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হয়েছিলেন কাঁকুড়গাছির বাসিন্দা অভিজিৎ সরকার

বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হয়েছিলেন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। ৪ বছর পর সেই মামলাতেই নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং  হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠায় CBI- এর বিশেষ আদালত।

তৃণমূল কর্মী সুজাতা দে-কেও  জেলে পাঠিয়েছিল আদালত

এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও  জেলে পাঠিয়েছিল আদালত। মৃত বিজেপি কর্মীর দাদা  বিশ্বজিৎ সরকার বলেছিলেন, একটা খুন হবার পরেই যেই থানার ওসির নামে অভিযোগ তাঁকে কাস্টডি নেওয়া হল না, তাঁর বিরুদ্ধে কোনও কলকাতা পুলিশ থেকে তখন তো কলকাতা পুলিশ ছিল CBI ছিল না, তারা কোনও পদক্ষেপ করল না। উল্টে তাঁকে পদোন্নতি দিয়ে দিল। এরা খুনের সঙ্গে যুক্ত।' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)