হিন্দোল দে, কলকাতা: আবার অফিস টাইমে মেট্রো চলাচলে বিভ্রাট। ফের চরম ভোগান্তি যাত্রীদের। 

সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে, কবি নজরুল মেট্রো স্টেশনে সকাল ৮.২০ নাগাদ ডাউন লাইনে একটা মেট্রো রেক বিকল হয়ে যায়। এর ফলে  মেট্রো ঘুরিয়ে আনা সম্ভব হয়নিয তাই টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর এর মধ্যে আপাতত আপ এবং ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও, ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ বন্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত, আবার চালু হয়েছে পরিষেবা। 

কাজর দিনে সকালে এর জেরে নাকাল হন বহু যাত্রী। মেট্রো স্টেশন থেকে ফিরতে হয় বহু যাত্রীকে। স্বাভাবিকভাবেই অনেকের বিরক্তি  চরমে। যাত্রীদের একাংশের অভিযোগ, টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পৌঁছতে এমনিও প্রতিদিন অনেক বেশি সময় লাগছে। বহু স্টেশনে দাঁড়িয়ে থাকছে ট্রেন। এর জেরে মাথাব্যথা বাড়ছে যাত্রীদের। এর মধ্যে সকাল - সকাল এমন ঘটনায় বিরক্ত বেশিরভাগই। অনেকেরই প্রশ্ন, পরিকাঠামোর দিকে নজর না দিয়ে কেন লাইন সম্প্রসারিত করা হচ্ছে? এতে ভিড় বাড়ছে , কিন্তু কোনও সমাধান হচ্ছে না।       

নিউ গড়িয়া মেট্রো স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। তার প্রভাব পড়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে। অন্যদিকে, মেট্রোর নতুন ৩টি অংশ চালু হওয়ায় বেড়েছে যাত্রীর সংখ্যা। মেট্রোর সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও, প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। আপাতত দক্ষিণেশ্বর থেকে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে মেট্রো। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই অফিস টাইমে মেট্রো দেরিতে চলছে। আবার কোনও কোনও মেট্রো টালিগঞ্জ পর্যন্ত যাচ্ছে। ব্রিজি পর্যন্ত সব ট্রেন না যাওয়ায় মাঝপথে নেমে ফের মেট্রোর জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। মেট্রোর এই অসুখের কারণও চিহ্নিত করা হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া প্রান্তিক স্টেশন হওয়ায় সেখানে ট্রেন ঘোরানোর ব্যবস্থা ছিল। কিন্তু ব্রিজি স্টেশনে সেই সুবিধা ছিল না। ফলে নিউ গড়িয়া পর্যন্ত নিয়ে গিয়ে মেট্রো ঘোরাতে হচ্ছিল। সেখানে পুনর্নির্মাণের কাজ চলায় রেক ঢোকানো এবং বের করায় সময় লাগছিল। এর ফল ভুগতে হচ্ছিল মেট্রো যাত্রীদের। দুর্ভোগ কমাতে এবার ব্রিজি স্টেশনে ট্রেন ঘোরানোর কাটওয়ে তৈরির কাজও হয় দিন আটেক আগে। কিন্তু তাতে সুরাহার চিহ্ন নেই। 

হালে শেষ মেট্রোর সময়ও এগিয়ে আনা হয়েছে। আর ১০টা ৪০ নয়, এখন  ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম এবং দমদম--এই প্রান্তিক স্টেশনে শেষ মেট্রো মিলছে রাত ৯টা ৪০-এ।  মেট্রো রেলের দাবি, লোকসানে চলছে রাতের শেষ মেট্রো। পাশাপাশি, রেক থেকে শুরু করে মোটরম্যানের সঙ্কটও একটা বড় সমস্যা। সবমিলিয়ে মেট্রো যাত্রীদের দুর্ভোগ কমার আর নামই নেই। বরং প্রতিদিন নিত্যনতুন কারণে বাড়ছে দুর্ভোগ।