Job News: ট্রেনি নিয়োগ করতে চলেছে কানাড়া ব্যাঙ্ক। সেলস এবং মার্কেটিং বিভাগে নিয়োগ করা হবে ট্রেনিদের। আগ্রহী এবং যোগ্যরা কানাড়া ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবে। কানাড়া ব্যাঙ্কের সেলস এবং মার্কেটিং বিভাগে ট্রেনি হিসেবে যোগ দেওয়ার জন্য আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর। বিভিন্ন সেন্টারের জন্য ট্রেনিদের বেছে নেওয়া হবে। অর্থাৎ সারা ভারতের বিভিন্ন জায়গার কানাড়া ব্যাঙ্কে ট্রেনিদের নিয়োগ করা হবে। 

কারা আবেদন করতে পারবেন 

কানাড়া ব্যাঙ্কের সেলস এবং মার্কেটিংয়ে ট্রেনি পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক পাশ করলেই চলবে। তবে ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, ৩১ অগস্ট ২০২৫ অনুসারে। ফ্রেশারদেরও সুযোগ দেওয়া হবে। তবে সেলস অথবা মার্কেটিং আগে থেকে অভিজ্ঞতা থাকলে খুবই ভাল হবে। ক্যাপটাল মার্কেট কিংবা ফিনান্সিয়াল সার্ভিস প্রসঙ্গে যাঁদের উপযুক্ত অভিজ্ঞতা রয়েছে, তাঁরা বয়সের নিরিখে ১০ বছর পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এই সুবিধা পেতে চাইলে উপযুক্ত নথি দেখাতে হবে। আর কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান, দক্ষতা থাকা সমস্ত আবেদনকারীর জন্য প্রয়োজনীয়। 

মাসে মাসে স্টাইপেন্ড এবং ইনসেনটিভ পাবেন ট্রেনিরা 

ট্রেনিরা প্রতি মাসে ২২ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন। এই টাকার পরিমাণ নির্দিষ্ট। এছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে ২০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগও থাকছে। এই ট্রেনি পদে নিযুক্ত হওয়ার জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারীদের। 

কীভাবে ট্রেনিদের বেছে নেওয়া হবে 

আবেদনকারীদের আবেদনপত্র স্ক্রিনিং করার পর যেসব প্রার্থীর নাম শর্টলিস্ট করা হবে, তাঁদের ডাকা হবে ইন্টারভিউতে। এই ইন্টারভিউ অনলাইনে হতে পারে। আবার ব্যক্তিগত ভাবেও হতে পারে। সবটাই নির্ভর করছে আবেদনকারী কোথায় থাকেন তার উপর। আবেদনকারী যে ইমেল আইডি রেজিস্টার করবেন সেটায় বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারভিউতে ডাকা হবে মানেই কিন্তু এমন নয় যে আপনি নির্বাচিত হয়ে গিয়েছে। অন্যান্য যোগ্যতা, প্রয়োজনীয় নথি ভালভাবে খুঁটিয়ে দেখা হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI