কলকাতা: চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) জট কাটাতে উদ্যোগী হাইকোর্ট (Calcutta High Court)। প্রায় ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে উদ্যোগী আদালত। মেট্রো, রাজ্য, RVNL, KMDA, পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিল আদালত।

জনস্বার্থের জন্যে আলোচনায় বসুন, বুধবার পরামর্শ দিল আদালত। 'কবে আলোচনা? জানাতে হবে আগামীকাল', নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। 'শুক্রবার সন্ধে ৭টা থেকে শনিবার সকাল ৭টা। শনিবার সন্ধে থেকে রবিবার সকাল, রবিবার সন্ধে থেকে সোমবার সকাল', এই ভাবে ২ সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটবে, আদালতে জানাল RVNL।

সম্প্রতি কলকাতা মেট্রোর সম্প্রসারিত তিনটি লাইনে পরিষেবা শুরু হয়েছে। কলকাতায় এসে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রসারিত লাইনে মেট্রোয় জুড়েছে শহরের ১৪ কিলোমিটার রাস্তা। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা। নতুন ৩ রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর, দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফরও করেন প্রধানমন্ত্রী। 

এদিকে, বুধবার, ৩ সেপ্টেম্বর থেকে আর রাত ১০.৪০ মিনিটে দমদম বা শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে আর ছুটবে না মেট্রো রেল। বছর খানেক আগেই কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ ব্লু লাইনে ৯টা ৪০-র বদলে নিউ গড়িয়া এবং দমদম থেকে রাত ১১টায় এক বিশেষ মেট্রো পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। পরে সময় বদল করে ১০টা ৪০ মিনিটে সেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিষেবা শুরু হলেও, নেই কাঙ্খিত যাত্রী। বরং মেট্রোর বাড়তি পরিষেবা দিতে হচ্ছে বাড়তি খরচ। তাই অনির্দিষ্টকালের জন্য এই বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ হচ্ছে।

কলকাতা হাইকোর্টে শেষ মেট্রোর সময় বাড়ানোর জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বলা হয়েছিল যে বহু অফিসযাত্রীই বেশ রাতে ফেরেন এবং তাঁদের নিত্যদিন ভোগান্তির শিকার হতে হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, রাতের মেট্রো বাড়ালে সাধারণ মানুষের সুবিধা হয়। তারপরেই গত বছরের জুন মাসেই ব্লু লাইনে রাতে এক জোড়া এই বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছিল। যাত্রীদের একাংশ এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি হয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন এই মেট্রো রাতে বাস বা ট্যাক্সি পাওয়ার ভোগান্তির অবসান ঘটিয়ে যাত্রী পরিষেবা অনেক সহজ করবে।

যদিও ওই মেট্রোয় পর্যাপ্ত পরিমাণে ভিড় না হওয়ার কথা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই রাতের এই মেট্রোর জন্য দূরত্ব নির্বিশেষে নির্ধারিত ভাড়ার সঙ্গে আরও অতিরিক্ত ১০টাকা করে সারচার্জ যোগ করা হয়েছিল। তাতেও শেষরক্ষা আর হল না। বছর ঘুরতে না ঘুরতেই এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলল মেট্রো কর্তৃপক্ষ।