BEML Recruitment News: আপনি যদি আইটিআই পাশ করে থাকেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। ভারত আর্থ মুভার্স লিমিটেড সংক্ষেপে বিইএমএল সংস্থায় বড় পদে নিয়োগ হবে। ৪০০টিরও বেশি অপারেটর পদে (Recruitment News) করা হবে এই নিয়োগ। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। আর হাতে বেশি সময় নেই। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যেই এই পদের (BEML Recruitment) জন্য আবেদন করে ফেলতে হবে অনলাইনে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিইএমএলের অফিসিয়াল ওয়েবসাইট bemlindia.in –এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।

মোট শূন্যপদ কত

এই নিয়োগ অভিযানে ৪৪০টিরও বেশি পদে নিয়োগ করা হবে। আলাদা আলাদা ট্রেডের জন্য এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। কোন পদে কত আসন রয়েছে জানুন বিশদে।

ফিটার – ১৮৯ পদ

টার্নার – ৯৫ পদ

ওয়েল্ডার – ৯১ পদ

মেশিনিস্ট – ৫২ পদ

ইলেকট্রিশিয়ান – ৫২ পদ

কারা করতে পারবেন আবেদন

এই পদদুলির জন্য কেবলমাত্র সেই প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা প্রথম বিভাগে ৬০ শতাংশ ন্যূনতম নম্বর পেয়ে আইটিআই কোর্স সম্পূর্ণ করেছেন যে কোনও প্রাসঙ্গিক ট্রেডে। এর সঙ্গে প্রার্থীর অবশ্যই এনটিসি ও এনএসি সার্টিফিকেট থাকতে হবে যা নিয়মিত প্রার্থী হিসেবে এনসিভিটি থেকে পাওয়া যায়। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্যও বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়মে। প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ন্যূনতম নম্বরে ৫ শতাংশ ছাড় রয়েছে।

বয়সসীমা কত

সাধারণ এবং ইডব্লিউএস প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৯ বছর আর ওবিসি প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। এসসি বা এসটি প্রার্থীদের সর্বোচ্চ বয়স হবে ৩৪ বছর। ভারত সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত বিভাগগুলিতে অতিরিক্ত বয়সের ছাড়ও দেওয়া হবে।

আবেদন ফি কত হতে হবে

সাধারণ, ইডব্লিউএস আর ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি রয়েছে ২০০ টাকা। এসসি, এসটি আর প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনও ফি দিতে হবে না।  

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

প্রথমত এই সংস্থায় চাকরি পেতে হলে একটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, আইটিআই ট্রেড, সাধারণ যোগ্যতা, যুক্তি আর মৌলিক ইংরেজির উপরে এই প্রশ্নগুলি থাকবে। এরপরে করা হবে নথি যাচাই আর এর ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। লিখিত পরীক্ষা, দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে এই মেধাতালিকা তৈরি করা হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI