Continues below advertisement

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  একদিকে ভাসছে শহর। ডুবে গিয়েছে রাস্তা ঘাট। এই পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখেন মেট্রোরেলের উপর। কিন্তু বেশ কিছুদিন ধরেই নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর ওপর গোদের উপর বিষফোঁড়া রেকর্ড দুর্যোগ। এই পরিস্থিতিতে ট্র্যাকে জল ঢুকে যাওয়ায় ব্যাহত মেট্রো পরিষেবা।

দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক থাকলেও, ময়দান স্টেশনের পর বাকি অংশে মেট্রো চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা স্বাভাবিক বলেই জানা গিয়েছে। 

Continues below advertisement

 ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা              

অন্যদিকে আকাশবাণী কলকাতা সূত্রে খবর, সারারাত বৃষ্টির ফলে পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। কারশেডে জল জমে যাওয়ার কারণে  ট্রেন স্টেশনে ঢুকতে যথেষ্ট দেরি হচ্ছে। সিগন্যাল সিস্টেম কাজ না করায় এই বিভ্রাট। এর জেরে অফিস টাইমে যাত্রীদের সমস্যা হবার আশঙ্কা দেখা দিয়েছে। 

শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল                 

অন্যদিকে, শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল থেকে এখনও পর্যন্ত কোনও ট্রেন চালানো সম্ভব হয়নি। পথে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। শিয়ালদা মেন আর বনগাঁ শাখায় নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুক্ষণ দেরিতে শুরু হয় ট্রেন পরিষেবা ।  

ট্রেন সংক্রান্ত সর্বশেষ আপডেট

হাওড়া থেকে একাধিক রুটে বাতিল করা হয়েছে লোকাল ট্রেন। 36081 হাওড়া-মসাগ্রাম, 37215 হাওড়া-ব্যান্ডেল, 37353 হাওড়া-তারকেশ্বর, 37307 হাওড়া-হরিপাল, 37311 হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে।  

কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল

  • 22301 আপ হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
  • 22303 হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস
  • 22309 হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস সকালের দিকের এই সমস্ত ট্রেন নির্ধারিত সময়েরে চেয়ে কয়েকঘণ্টা দেরিতে ছেড়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শহরতলির একাধিক ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।                         

বিমান চলাচলেও প্রভাব

তুমুল বৃষ্টিতে সরাসরি না হলেও, পরোক্ষভাবে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী সব রাস্তাই জলের তলায়। এর জন্য কলকাতা বিমানবন্দরে উড়ানে দেরি হয়েছে। বৃষ্টিতে বিমানবন্দরে সমস্যা না থাকলেও দেরিতে পৌঁছেছেন পাইলটরা। পাইলটরা দেরিতে পৌঁছনোয় উড়ানে দেরি হয়েছে।