কলকাতা : RG কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ। স্লোগান উঠেছে, 'মেয়েরা রাত দখল করো'। কলকাতা থেকে জেলা, স্বাধীনতা উদযাপনের মধ্যরাতের দখল নেবে মেয়েরা। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। ‘জাস্টিস ফর RG কর’-এর দাবিতে, মহিলাদের এই প্রতিবাদ-আন্দোলনের স্লোগান, ‘মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ ইয়োরস’। দিক দিক থেকে জড়ো হবেন মহিলারা। অনেকেরই আবার চিন্তা, রাত ১২ টায় ডেস্টিনেশনে পৌঁছব কীভাবে। রাজ্যজুড়ে এমন সাড়া পড়ে যাওয়ায় এগিয়ে এসেছে বহু পরিবহণ সংস্থাই। বিশেষত মেট্রোরেল বিবৃতি দিয়ে জানিয়েছে বুধবার রাতে ২ টি বাড়তি মেট্রো রেল চালানো হবে। 


কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এদিন শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। রাত ১০ টা ৪০ এ যেমন শেষ মেট্রো ছাড়ে , তেমনই ছাড়বে। তবে তার আগে জমায়েতের স্থলে মহিলাদের পৌঁছে দিতে ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেল।  রাত ১০টায় একটি করে  মেট্রো ছাড়বে দমদম এবং কবি সুভাষ থেকে । মেট্রোটি দাঁড়াবে প্রতিটি স্টেশনেই।  আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। সেটাও সব স্টেশনে থামবে। এই মেট্রোও ছাড়বে দমদম এবং কবি সুভাষ থেকে ।  এর পর রাতের শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে যেমন ছাড়ে , তেমনই ছাড়বে। কৌশিক মিত্র আরও জানান, বুধবার রাত ১০ টা ৪০ পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। থাকবেন যথেষ্ট সংখ্যক নিরাপত্তাকর্মী। যাত্রীদের যাতে কোনও অসুবিধে না হয়, সেই দিকে রাখা হবে নজর।  


মনে রাখতে হবে, এই পরিষেবা মিলবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত। তারপরের স্টেশন গুলি থেকে নয়। আর শুধু ব্লু লাইনেই মিলবে পরিষেবা। এছাড়াও সিটু জানিয়েছে, তারা পর্যাপ্ত সংখ্যক  গাড়ি চালাবে , যাতে মহিলারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন। এছাড়াও আরও একটি ক্যাব সংগঠন গাড়ি চালাবে। পাওয়া যাবে বাস-ও-পিডিয়ার তরফে একটি বাসও।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের