শ্রীনগর: ফের রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীর। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে প্রাণ হারালেন সেনা আধিকারিক। ডোডায় চার জঙ্গির বিরুদ্ধে অভিযান চলছিল। সেই সময় জঙ্গিদের ছোড়া গুলিতে ওই সেনা আধিকারিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একজন স্থানীয় বাসিন্দাও। জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চলছে উপত্যকায়। গুলি বিনিময় চলাকালীন এক জঙ্গিও আহত হয়েছে বলে খবর। (Jammu And Kashmir Terrorists Encounter)
জম্মু ও কাশ্মীরের ডোডার জঙ্গলে চার জঙ্গি ঘাঁটি গেড়েছে, শিবগড়-আসর এলাকায় তারা লুকিয়ে রয়েছে বলে খবর মিলেছিল গোপন সূত্রে। সেই মতো মঙ্গলবার রাতেই অভিযানে নামে সেনা। তল্লাশি চালাচ্ছিল যৌথ নিরাপত্তা বাহিনী। রাতেই জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। এর পর বুধবার সকালে ফের অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। (J & K Encounter)
সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেনার গুলিতে এক জঙ্গি আহত হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ জঙ্গলে রক্ত পড়ে থাকতেও দেখা গিয়েছে। অভিযানে মৃত্যু হয়েছে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের এক ক্যাপ্টেনের। এখনও অভিযান চলছে। তবে নিরাপত্তা বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে উদ্ধার হওয়া আমেরিকায় তৈরি M4 অ্যাসল্ট রাইফেল। রক্তে ভেজা রুকস্যাক থেকে ওই রাইফেল এবং আরও সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে খবর।
গত কয়েক মাসে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের আনাগোনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এমনকি তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে আগেও। আমেরিকায় তৈরি আগ্নেয়াস্ত্র ছাড়াও অস্ট্রিয়ার সেনাবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক রাইফেলও পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। আফগানিস্তানে আমেরিকা এবং যৌথ বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র ঘুরপথে জঙ্গিদের হাতে উঠছে বলে মত গোয়েন্দাদের একাংশের। কিন্তু উপত্যকায় জঙ্গিদের হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ওঠা নিয়ে বাড়ছে উদ্বেগ।
সেনার White Knight Corps জানিয়েছে, পাটনিটোপের কাছে আকর জঙ্গলে অভিযান চলছে। উধমপুর হয়ে জঙ্গিরা উপত্যকায় ঢুকেছে বলে জানা যাচ্ছে। গতকাল সন্ধের পর আজ নতুন করে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। এখনও জঙ্গিদের নাগাল মেলেনি। তল্লাশি অভিযান চলছে এলাকায়।
তবে পর পর উপত্যকায় জঙ্গিদের উপস্থিতির যে জানান মিলছে, তাতে উদ্বেগ বাড়ছে দিল্লির। বিশেষ করে, জম্মুর দক্ষিণ অংশে জঙ্গিদের উপস্থিতি মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। পীর পঞ্জলের ঘন জঙ্গল এবং পাহাড়কে ঢাল করে জঙ্গিরা গা ঢাকা দিয়ে থাকছে বলে খবর। উপত্যকায় নির্বাচন করানো নিয়ে যখন পরিস্থিতি পর্যালোচনা চলছে, সেই সময় এমন পর পর নাশকতার ঘটনা চিন্তা বাড়িয়েছে।