নয়াদিল্লি: আর কিছুক্ষণ পরেই ওয়ান্ডার্সে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে বদল হওয়ার সম্ভাবনা কম বলাই চলে। কিন্তু প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর মনে করেন দ্বিতীয় টেস্টে শার্দুল ঠাকুরের (shardul thakur) বদলে উমেশ যাদবের দলে জায়গা পাওয়া উচিত। এক সাক্ষাৎকারে গম্ভীর (gautam gambhir) বলেন, ''আমি সুইৎজারল্যান্ড থেকে ফিরেছি সম্প্রতি। ভারতের প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের খবর পেয়েছি। দারুণ লেগেছে যে ভারতীয় দল প্রথম ইনিংসে চারশোর বেশি রান বোর্ডে তুলেত পেরেছিল। এছাড়াও ওপেনিংয়ে ময়ঙ্ক ও রাহুলের পার্টনারশিপও দুর্দান্ত।''


এরপরই বিশ্বকাপজয়ী এই ভারতীয় ওপেনার আরও বলেন, ''ওয়ান্ডারার্সের পিচ সবসময়ই পেস সহায়ক। এখানে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রতিনিয়ত। তাই আমি চাই একজন স্পেশালিস্ট পেসার নিয়ে নামুক ভারতীয় দল। ব্যক্তিগতভাবে আমি চাইব যে শার্দুল ঠাকুরের বদলে উমেশ যাদবকে খেলানো হোক।''


জোহানেসবার্গে জয় পেলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। এমনকী সিরিজও জিতে নেবে তারা। কিন্তু ওয়ান্ডারার্সে বিরাট শিবিরের কাছে প্রধান বাধা হতে পারে বৃষ্টি।  কারণ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের আবহাওয়া রিপোর্ট তেমনই জানান দিচ্ছে। ম্যাচে তাল কাটতে পারে বৃষ্টি। সোমবার বিকেলের দিকে ঝেড়াে হাওয়া বইতে পারে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। শুধু প্রথম দিন নয়, ম্যাচের দ্বিতীয় ও চতুর্থ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


 নিজের ট্যুইটারে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করলেন বিরাট কোহলি (virat kohli)। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ''নতুন বছর, একই লক্ষ্য''। চারটে ছবি পোস্ট করেছেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক। ওয়ান্ডারার্সে নামার আগে কড়া অনুশীলনে ব্যস্ত দেখা গেল বিরাটকে। টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। এমনকী, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও রান পাননি।