কলকাতা: গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। তার জেরে বন্ধ নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। জানা গিয়েছে সাড়ে ১২টা থেকে বন্ধ নিউ গড়িয়াগামী মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি মেট্রো হঠাৎই ব্রেক কষে। এর পর বন্ধ হয়ে যায় পরিষেবা। সূত্রের খবর, যিনি ঝাঁপ দিয়েছেন তাকে এখনও চিহ্নিত করা যায়নি। রেল সূত্রে আরও খবর দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ কবি সুভাষ লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যতক্ষণ না দেহ উদ্ধারের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।
প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হল পরিষেবা। সাড়ে ১২টা থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন মহিলা। প্লাটফর্মে ঢোকার আগে ইমারজেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যায় রেক
সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। দেহ উদ্ধারের পর ১টা ২০ নাগাদ চালু হয় ডাউন লাইনের মেট্রো চলাচল।
দীর্ঘ প্রতিক্ষার পর সোমবার উদ্বোধন হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের। আর যেদিন কলকাতার মুকুটে নতুন পালক জুড়ল, সেদিনই ফের আত্মহত্যার ঘটনা ঘটল মেট্রোয়। গিরিশ পার্ক স্টেশনে আত্মঘাতী হলেন এক মহিলা।
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, বেলা ১২টা ৩৫ মিনিটে, কবি সুভাষগামী মেট্রো, গিরিশ পার্ক স্টেশনে ঢুকতেই প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দেন এক মহিলা। এরপর হঠাৎ ব্রেক কষেন চালক। পুরো রেক প্ল্যাটফর্মে না ঢুকতে পারায়, সামনের বগির দরজা খুলে নামানো হয় যাত্রীদের। এর জেরে প্রায় ৫০ মিনিট, আপ ও ডাউন, দুই লাইনেই ব্যাহত হয় মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম কাজের দিনে, চরম ভোগান্তির শিকার হলেন কয়েকশো যাত্রী। অবশেষে দুপুর ১টা ২৫ মিনিটে ফের চালু হয় মেট্রো পরিষেবা
আরও পড়ুন: Anis Khan Death : ‘খুন হননি আনিস খান’ চার্জশিটে দাবি SIT এর