লন্ডন: তাঁদের সম্পর্কের অম্ল মধুর রসায়ন নিয়ে নানা কথা বলতে শোনা যায়। কিন্তু সর্বসমক্ষে যতবারই তাঁরা কথা বলেছেন, একে অন্যের পাশে দাঁড়িয়েছেন। এবার আরও একবার সেই ছবিটাই উঠে এল। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। কিন্তু সেই হারের থেকেও বড় কথা সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে (Rohit Sharma) বিরাট কোহলির অফফর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল। একের পর এক ইনিংসে ব্যর্থ হওয়ার পরও বিরাটকে একাদশে খেলানো হচ্ছে। তবে ভারত অধিনায়ক এক্ষেত্রে আরও একবার পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়কের।
বিরাটের পাশে দাঁড়িয়ে কী বললেন রোহিত?
রান না পেলেও বিরাটকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই জানালেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ''আমি জানি না ওঁকে নিয়ে এত নেতিবাচক কথা কারা বলছেন। আমরা বাইরের কোনও কথায় অতটা পাত্তা দিই না। আর যে বিশেষজ্ঞরা বিরাটকে নিয়ে কথা বলছেন, তাঁরা কেনই বা বিশেষজ্ঞ তাও আমি বুঝি না। ওঁনারা কেউই দলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানে না। বাইরে থেকে একটা মন্তব্য করে দিলেই হল না কি। আর তাছাড়া আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকগুলো বিষয় কাজ করে। ছেলেদের সুযোগ দেওয়া হচ্ছে। টিম প্রত্যেকের পাশে রয়েছে।'' উল্লেখ্য, প্রথম ম্যাচে খেলেননি বিরাট। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর ঝুলিতে যথাক্রমে ১ ও ১১ রান।
চাপ বাড়ছে বিরাটের?
রোহিত পাশে দাঁড়ালেও বিরাটের ওপর কিন্তু চাপ বাড়বেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার জন্য নিজেকে এখন প্রমাণ করতেই হবে তাঁকে। আর তার জন্য হাতে মাত্র তিনটি ওয়ান ডে রয়েছে। বোর্ড সূত্রে খবর, আসন্ন সিরিজে বিরাটের পারফরম্যান্স নজরকাড়া না হলে তাঁকে বাদও দেওয়া হতে পারে বিশ্বকাপের স্কোয়াড থেকে। তার ওপর সূর্যকুমার যাদব ও দীপক হুডা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শতরান হাঁকানোয় দলে জায়গা পাওয়া বেশ কঠিন হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের। অন্তত এই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।
আরও পড়ুন: ''হ্যাপি অ্যানিভার্সারি ডার্লিং'', উইম্বলডন সম্রাট যখন ভালবাসার মেহবুব