অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সম্প্রতি চালু হয়ে গিয়েছে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল। আবার চালু হয়েছে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবাও। নতুন মেট্রো পরিষেবা উপভোগ করতে বেড়েছে যাত্রীদের ভিড়ও। সামনেই লম্বা উইকএন্ড। শনি-রবি পেরিয়েই দোল, সোমবার। আর এই দিন কিন্তু প্রতিদিনের মতো টাইমটেবিল মেনে চলবে না মেট্রো। পরিষেবা চালু থাকলেও সংখ্যায় অনেক কম ট্রেন চলবে। 


আগামী সোমবার অর্থাৎ ২৫ মার্চ দোল উৎসব।  মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় অর্থাৎ ব্লু-লাইনে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ ছাড়বে। অন্যদিন সাত সকালেই পাওয়া যায় মেট্রো। এই দিনটি ব্যতিক্রম।  দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে দোলের দিন প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর আড়াইটেয়। দুটি মেট্রোর মাঝের অন্তরও হবে বেশি। মেট্রো রেল সূত্রে খবর, অন্যদিন যেখানে ২৮৮ টি পরিষেবা দেওয়া হয়, সেখানে দোলের দিন মোট ৬০ টি পরিষেবা দেবে মেট্রোরেল। ৩০ টি আপ সার্ভিস ও ৩০ টি ডাউন সার্ভিস। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন  প্রথম মেট্রোর সময় বদলালেও রাতের শেষ মেট্রোর সময় একই থাকবে। আবার পরের দিন নিয়ম মতোই ছুটবে মেট্রো। 



  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৬.৫০ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।

  • দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬.৫০ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।

  • দমদম থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৬.৫৫ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭ টার পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।   

    আরও পড়ুন : 


    Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ 



    সাধারণ দিনে মেট্রোর নয়া রুটগুলিতে মেট্রো চলাচলের সময় 

    হাওড়া - এসপ্ল্যানেড রুট
    হাওড়া এবং এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো সকাল ৭টায়। শেষ মেট্রো  রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো বন্ধ ।  সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা । ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিট অন্তর মেট্রো । 


     নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো
     নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো ২০ মিনিট অন্তর। সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো । শেষ মেট্রো বিকেল ৪টে ৪০ মিনিটে। শনি ও রবিবার কোনও পরিষেবা নেই। 


    জোকা-তারাতলা মেট্রো
    জোকা-তারাতলা রুটের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো চলে ২৫ মিনিট অন্তর। জোকা ও মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ে সকাল সাড়ে ৮টায়, শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটে। এখানেও শনি ও রবিবার মেট্রো বন্ধ।