অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : যখন তখন লাইনে সমস্যা। জায়গায় জায়গায় পরিকাঠামোয় ত্রুটি। কলকাতা জুড়ে মেট্রোর ছড়াছড়ির মাঝেই উদ্বেগ বাড়ছে কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে। সূত্রের খবর, গত শুক্রবার প্রধানমন্ত্রীর বঙ্গসফরের দিন রাজ্যে আসেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। আধিকারিকদের নিয়ে করা বৈঠকে মেট্রো নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইনে মেট্রোর সংখ্যা ২৬২ থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৮৪।
শহর এখন মেট্রোর রঙে রঙিন ! ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ, ইয়েলো । কলকাতা মেট্রোর মুকুটে জুড়ে চলেছে একের পর এক পালক। হাওড়ার সঙ্গে জুড়ে গেছে সেক্টর ফাইভ। কলকাতা বিমানবন্দরে পৌঁছতেও আর ঝক্কি পোহাতে হবে না। এ তো গেল মেট্রোর ব্যাপ্তির কথা। কিন্তু, ঠিক কেমন আছে বাঙালির গর্বের কলকাতা মেট্রো ? কী অবস্থায় রয়েছে চার দশকের পুরনো মেট্রোর পরিকাঠামো ? এই নিয়ে রীতিমতো ভাবাচ্ছে, Rail India Technical and Economic Service বা রাইটস-এর সদ্য সমাপ্ত সমীক্ষা।
তাতে, ধরা পড়েছে, কলকাতার মেট্রো নেটওয়ার্কে নানা জায়গায় রয়েছে পরিকাঠামোগত ত্রুটি। একাধিক জায়গায় মেট্রো লাইনে সমস্যা দেখা গেছে। এমনকী 'ট্র্যাক বেড', অর্থাৎ যার ওপর লাইন পাতা থাকে, সেখানেও ধরা পড়েছে ত্রুটি। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুধীর কুমার বলেন, "আমি ইতিমধ্যেই আমার অফিসারদের সঙ্গে মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়ে বৈঠক করেছি। আমরা এবিষয়ে সচেতন। এনিয়ে আমরা একটা পরিকল্পনাও করেছি। আমি নিশ্চিত, আমাদের টিম মেরামতি ও যেখানে যা কাজ করার করবে। আপনারা যে বিষয়গুলি বলছেন, সে বিষয়ে আমরা অবগত।"
মেট্রো রেলের ট্র্যাকে জল ঢুকে পড়া থেকে শুরু করে, রক্ষণাবেক্ষণের অভাবে নিত্যনতুন ঝঞ্ঝাট ! যার জেরে বারে বারে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরিস্থিতির পরিবর্তনে, তড়িঘড়ি টেন্ডারও ডাকে মেট্রো রেল। টেন্ডারপ্রাপ্ত সংস্থাকে ৯ মাসের মধ্যে কাজ শেষের নির্দেশিকাও দেয় মেট্রো কর্তৃপক্ষ। আর এরই মধ্যে, গত শুক্রবার, মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মেট্রো সূত্রে খবর, সেদিন, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর, জিএম সহ একাধিক আধিকারিককে নিয়ে বৈঠকে বসেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। সেই বৈঠকেই, ভারতের প্রায় চার দশকের পুরনো এই মেট্রোর পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উষ্মাও প্রকাশ করেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের কথায়, "এখানে সামান্য কিছু ছোট সমস্যা আছে, বড় কোনও সমস্যা নয়। সব কিছুরই রক্ষণাবেক্ষণ দরকার হয়। আমরাও রক্ষণাবেক্ষণ করছি। কখনও কখনও সমস্যা সামনে আসে, আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি।" অন্যদিকে, ৩ সম্প্রসারিত লাইন যুক্ত হওয়ায় যাত্রী চাপ বাড়ছে । পরিস্থিতি সামাল দিতে, ব্লু লাইনে আরও মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইনে মেট্রোর সংখ্যা ২৬২ থেকে বেড়ে হচ্ছে ২৮৪।