অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু হতে এখনও বাকি একমাস। তবে তার আমেজ পাওয়া যাচ্ছে শহরের ইতিউতি। তাতে এ বার বাড়তি তৎপরতা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের (Kolkat Metro)। পুজোর সময় মেট্রোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তাঁরা (Kolkata Metro Schedule)। একই সঙ্গে পুজোর কেনাকাটার জন্যও সপ্তাহান্তে বাড়ানো হল মেট্রোর সংখ্যা।


পুজোয় মাঝরাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা 


বুধবার মেট্রো কর্তৃপক্ষের তরফে শারদীয়া-সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, পুজোর সময় মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো। সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই তিন দিন বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত শহর কলকাতার সর্বত্র চলবে মেট্রো। দশমীর দিন মেট্রো চলবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। 


করোনার জেরে বিগত দুই বছর পুজো ঘিরে উৎসাহে কিছুটা হলেও ভাঁটা পড়েছিল। এ বছর ফের আগের উদ্যমেই শুরু হয়েছে প্রস্তুতি। নিউ মার্কেট, গড়িয়াহাট-সহ শহরের শপিং মলগুলিতে কার্যতই তিল ধারণের জায়গায় নেই। কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। তার জেরে সন্ধের পর মেট্রোর কামরায় ভিড় বেড়ে গিয়েছে। 


 



আরও পড়ুন: Srikanta Mahata: 'জুনের কাছে ক্ষমা চাও', ভিডিও ভাইরাল হওয়ার পর মমতার কাছে তিরস্কৃত শ্রীকান্ত


তাই পুজোর কেনাকাটার জন্যও মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে প্রতি শনি এবং রবিবার বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। শনিবার এমনিতে ২৩৪টি মেট্রো চল। পুজোর কেনাকাটার জন্য তা বাড়িয়ে ২৮২টি করা হচ্ছে। প্রতি রবিবার এমনিতে ১৩০টি মেট্রো চলে। তা বাড়িয়ে করা হয়েছে ১৬৪টি মেট্রো। 


তবে এই প্রথম নয়, প্রতি বছরই পুজোর সময় মেট্রোর সংখ্যা বাড়ানো হয়। এমনিতে শহর কলকাতায় রাত ৯টা বেজে ৪০ মিনিট থেকে রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। তবে পুজোর দিনগুলিতে তার ব্যাতিক্রম ঘটে। এ বছরও তার অন্যথা হল না। 


কেনাকাটার জন্যও বাড়তি মেট্রো সপ্তাহান্তে


তবে এ বারের পুজো ঘিরে বাড়তি উৎসাহের কারণও রয়েছে। কারণ কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে তাই ১ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে জোড়াসাঁকা ঠাকুরবাড়ি থেকে রানি রাসমণি অ্যাভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত বিশেষ মিছিলের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের তাতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। তাতে ইউনেস্কোর প্রতিনিধিরাও শামিল থাকবেন বলে জানা গিয়েছে।