কলকাতা: প্রাথমিক TET-এর জন্য রবিবার কলকাতা মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল ৯টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো। TET-এর জন্য আগামীকাল সারাদিনে ১৩০টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। (Kolkata Metro)


রবিবার প্রাথমিকের TET অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে। তার জন্যই এই পরিবর্তন। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এই রবিবার TET-এর জন্য কলকাতা মেট্রো পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। ২৩৪টি মেট্রো চলবে মোট, ১১৭টি আপ লাইনে, ১১৭টি ডাউন লাইনে। এমনিতে রবিবার সকাল ৯টায় মেট্রো পরিষেবা শুরু হয়। রবিবার TET পরীক্ষার্থীদের জন্য পরিবর্তন আনা হয়েছে। তবে রাতে মেট্রোর পরিষেবায় কোনও পরিবর্তন নেই। এমনি দিনে যেমন চলে, তেমনই থাকবে।


শুধু TET-ই নয়, রবিবার ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানও রয়েছে। গীতার পাঁচটি অধ্যায় পাঠ হবে সেখানে। হাই-প্রোফাইল রাজনীতিকদের দেখা যাবে। একই দিনে TET এবং গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে তাই রবিবার শহর গমগম করবে বলেই অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যাতে সমস্যা না পড়েন, তার জন্য ফেরি পরিষেবাও থাকছে। কোনও রকম সমস্যার মুখোমুখি হন পরীক্ষার্থীরা, চাইছে না রাজ্য। তাই বাড়তি পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে রাজ্যের তরফেও। (Primary TET)


আরও পড়ুন: Gangasagar Mela 2024: জানুয়ারিতে শুরু হবে সাগরমেলা, প্রস্তুতির মুখে বাধার মুখে জেলা প্রশাসন


রবিবার TET দিচ্ছেন প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী। দুপুর ১২টা থেকে ২.৩০টে পর্যন্ত চলবে পরীক্ষা। তার জন্য রাজ্য পরিবহণ দফতরেরও তরফেও বিশেষ উদ্যোগ চোখে পড়েছে। পরীক্ষার্থীরা যাতে সমস্যার মুখোমুখি না হন, তার জন্য পরিবহণ দফতরের আধিকারিক এবং কর্মীদের ছুটি বাতিল হয়েছে। রাস্তায় পর্যাপ্ত সংখ্যক বাস, অটো, ট্যাক্টি যাতে চলে, সেই নির্দেশও দিয়েছে রাজ্য। তার পর দিন আবার বড় দিন। তার জন্যও বাড়তি পরিষেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।  পরীক্ষার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে পর্ষদ।


প্রথমে গত ১০ ডিসেম্বর TET হওয়ার কথা ছিল। পরে দিনবদল হয়। গত ৪ ডিসেম্বর সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় এক রাখা হলেও, দিন পাল্টে করা হয় ২৪ ডিসেম্বর। TET হবে ১৫০ নম্বরের। প্রশ্ন থাকবে ১৫০টি। প্রতি প্রশ্নের মান ১। প্রশ্ন হবে MCQ ধাঁচে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। তার জন্য়ই মেট্রো এবং রাজ্য পরিবহণ দফতরের তরফে সক্রিয়তা চোখে পড়ছে। পরীক্ষার্থীরা যাতে সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য চেষ্টায় খামতি রাখা হচ্ছে না।