এজবাস্টন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয়। বল হাতে ম্যাচে একাই ৩ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আয়ারল্যান্ড (Ireland) সিরিজ থেকেই ছন্দে রয়েছেন। গতকাল ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। আর তারপরই ভুবি জানিয়ে দিলেন তাঁর গেমপ্ল্যান সম্পর্কে।


কী বললেন ভুবনেশ্বর কুমার?


গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের সেরার পুরস্কার হাতে তারকা ডানহাতি পেসার বলছেন, ''যখন সুইং থাকে, তখন আমি আক্রমণাত্মক বোলিং করার চেষ্টা করি। একটি বল আউট সুইং ও একটি বল ইনসুইং করি সাধারণত। ফ্ল্যাট ট্র্যাকে ব্যাটারদের সুবিধে। কিন্তু এখানে গত ২ ম্য়াচেই সুইং পেয়েছি। ফলে আমি আক্রমণাত্মক বোলিংয়ের চেষ্টাই করে গিয়েছি। এতে আমার উইকেট পাওয়ার সুযোগ তৈরি হয় অনেক। তবে একই সঙ্গে নিজের বলের লাইন লেংথ নিয়ন্ত্রণে রাখতে হয়।''


চোট আঘাত তাঁর কেরিয়ারে বারবার প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি টেস্ট দল থেকে দীর্ঘদিন বাইরে রয়েছেন। তবে ভুবি সাদা পোশাকের ক্রিকেট খেলতে চান ফের। তিনি বলেন, ''আমি বেশি কিছু ভাবছি না। অবশ্যই যদি টেস্টে ফের সুযোগ আসে আমি নিঃসন্দেহে খেলতে চাই। যাই সুযোগ পাব, তা ভাল মতো কাজে লাগানোর চেষ্টা করব।'' 


ম্যাচের সেরা ভুবি


বল হাতে ভারতের জয়ের নায়ক ভুবনেশ্বর কুমার। কেন তিনি ভারতের টি-টোয়েন্টি দলে কার্যত অপরিহার্য, তা এদিন ফের প্রমাণ করলেন ভুবি। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছে একটি মেডেন ওভারও। তাঁর শিকারের তালিকায় জেসন রয়, জস বাটলার ও রিচার্ড গ্লিসন। ইংরেজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ভুবনেশ্বরই। স্বাভাবিকভাবেই তাঁকে ছাড়া আর কাউকে ম্যাচের সেরা বাছা সম্ভব ছিল না। ভুবি যদি বল হাতে কামাল দেখান, তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেললেন রবীন্দ্র জাডেজা। 


আরও পড়ুন: উইম্বলডনের নতুন রানি, কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতলেন এলিনা রিবাকিনা