জয়ন্ত পাল, কলকাতা: সিঁথি এলাকায় বাড়ির সামনে বৃদ্ধার সোনার হার ছিনতাই। বাধা দেওয়ায় গলা টিপে ধরার অভিযোগ। সাতসকালে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


প্রথমে পিছন থেকে হার ছিনতাইয়ের চেষ্টা।বাধা পেয়ে চেষ্টা খুনের।শেষপর্যন্ত বাড়ির লোকেরা ছুটে আসায় প্রাণে বাঁচলেন বৃদ্ধা। অর্ধেক হার ছিঁড়ে নিয়ে পালাল দুষ্কৃতী। ঘটনাস্থল, সিঁথির কাঠগোলা এলাকা। 


পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির সামনে ফুল তুলছিলেন বছর সত্তরের ছন্দা সাহা। অভিযোগ, পিছন থেকে হার ধরে টান মারে এক যুবক।বৃদ্ধা বাধা দেওয়ায় গলা টিপে ধরে। চিত্কারে বৃদ্ধার পরিবারের সদস্যরা ছুটে আসায় তিনভরি হারের অর্ধেকটা ছিঁড়ে নিয়ে, সাইকেলে চড়ে ওই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ। আক্রান্ত বৃদ্ধা বলেছেন, বাড়ির সামনে ফুল তুলছিলাম...পিছন থেকে এসে হার ছিনিয়ে নেয়...ধরেছিলাম বলে হারটা ছিঁড়ে যায়।


বৃদ্ধার ছেলে বলেছেন, তাঁর মায়ের জীবনহানির আশঙ্কাও ছিল। পরিবারের সদস্যরা এসে বাঁচায়।পুরো ঘটনায় তাঁরা আতঙ্কিত। 


বৃদ্ধার বাড়ি থেকে ১০০ মিটার দূরে সিঁথি থানা। জলবহুল এলাকায় এমন ঘটায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা এক চিকিৎসক বলেছেন, নিরাপত্তাহীনতায় ভুগছি। এলাকায় মদের আসর বসে। পুলিশ আগে টহল দিত। এখন দেখা য়ায় না। 


এই ঘটনায় সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীর সন্ধান পেতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 


উল্লেখ্য, কয়েক মাস আগে  বরানগর থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান বলে দাবি করেছিলেন ওই ব্যবসায়ী। ঘটনার দিন সকাল সাড়ে ১১টা নাগাদ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, বাইক আরোহী দুই দুষ্কৃতী তাঁকে গুলি করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সোনার চেন, ব্রেসলেট ছিনতাই করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছিল বরানগর থানার পুলিশ।