অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শিয়ালদা স্টেশনে (Sealdah Station) যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছে ওয়েটিং লাউঞ্জ (Waiting Lounge)। ট্রেনের অপেক্ষায় বিরক্তি নয়, এবার পুরোটাই বিনোদনের আমেজ। নাম অভিবাদন (Abhibadan)। তবে, এই লাউঞ্জ ব্যবহার করতে গেলে অতিরিক্ত কড়ি খরচ করতে হচ্ছে যাত্রীদের।


অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ


ঝাঁ চকচকে ফ্লোর। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বসার জায়গা। সঙ্গে বিশাল টিভি স্ক্রিন। ম্যাসাজ চেয়ার। ফুট স্পার ব্যবস্থা থেকে কফিশপের আদলে রুফ টপে বসে খাওয়ার জায়গা, কী নেই ! একনজরে দেখে মনে হতেই পারে কোনও বিমানবন্দরের লাউঞ্জ। কিন্তু না। শিয়ালদা স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছে ওয়েটিং লাউঞ্জ। ট্রেনের অপেক্ষায় বিরক্তি নয়, এবার পুরোটাই বিনোদনের আমেজ। নাম অভিবাদন। 


লাউঞ্জ ব্যবহারে কত খরচ ?


শিয়ালদা স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মের পাশে দোতলায় তৈরি হয়েছে এই বিলাসবহুল লাউঞ্জ। ওপরে ওঠার জন্য রয়েছে লিফট। এসি-নন এসি দু'ধরনের ওয়েটিং রুমেরই ব্যবস্থা রয়েছে। তবে এই লাউঞ্জ ব্যবহার করতে গেলে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হচ্ছে যাত্রীদের। নন এসি বিনামূল্যে হলেও, এসি লাউঞ্জে বসার জন্য ঘণ্টায় ১০টাকা করে দিতে হচ্ছে। ব্যবস্থা রয়েছে শোয়ার। সেক্ষেত্রে ঘণ্টায় দিতে হচ্ছে ৭৫ টাকা। এছাড়া মাসাজ চেয়ার, ফুট স্পা নিতে ১০ মিনিটে খরচ হবে ৭৫ টাকা। বিশেষ আকর্ষণ কফিশপের আদলে রুফ টপে খাওয়া ও বসার জায়গা। পেমেন্ট করা যাবে অনলাইনে। 


আরও পড়ুন- স্কুলে নিয়োগে দুর্নীতি, চাকরি-হারা ১৯১১ জনের মধ্যে একের পর এক তৃণমূল নেতা !


হাওড়ায় ইতিমধ্যে চালু


বিমানবন্দরে আগেই দেখা গিয়েছিল। তারপর হাওড়া স্টেশনেও (howrah station) চালু হয়ে গিয়েছে এগজিকিউটিভ লাউঞ্জ (executive lounge)। সঙ্গে রয়েছে ফুড কোর্ট (food court)। লাউঞ্জের এন্ট্রি ফি ধার্য হয়েছে ঘণ্টায় ৫০ টাকা। খাবারের ব্যবস্থা থাকছে, তবে তার দামবাবদ আলাদা টাকা গুণতে হবে। যদিও সংস্থার দাবি, সব কিছুর দাম যাতে নাগালের মধ্যে থাকে তার ব্যবস্থা রয়েছে। থাকার জায়গার মধ্যে দুরকম ব্যবস্থা রয়েছে। একটি ডর্মিটরি। যেখানে বাকি যাত্রীদের সঙ্গেই থাকতে হবে। তবে আলাদা থাকতে চাইলেও অসুবিধা নেই। ডাবল-বেডের চারটি রুম থাকছে। রিষ্কার-পরিচ্ছন্ন শৌচালয় থেকে খাবার ও বিশ্রাম নেওয়ার জায়গা, সব কিছুতেই এগিয়ে থাকবে এই এগজিকিউটিভ লাউঞ্জ। সদ্যোজাতের স্তন্যদানের জন্য আলাদা জায়গাও করা হয়েছে এখানে।