ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ফের বড়সড় প্রশ্নের মুখে ট্রেনের (Train) যাত্রী সুরক্ষা। দমদমের কাছে চলন্ত ট্রেনেই মহিলার শ্লীলতাহানির অভিযোগ (Molestation Allegation)। ঘটনাটি ঘটেছে চলন্ত ডাউন শান্তিপুর লোকালের (Shantipur Local) মধ্যে। গোটা ঘটনা ফেসবুক লাইভে (Facebook Live) তুলে ধরেন অভিযোগকারিণী। দমদম জিআরপিতে (Dumdum GRP) অভিযোগ, শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে। সিসিটিভি (CCTV Camera) ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা, জানাল রেল (Railways)।


অভিযোগকারিণীর দাবি, শুক্রবার সন্ধে ৬টা ৩৫ নাগাদ ফুলিয়া (Fulia) থেকে ডাউন শান্তিপুর লোকালে ওঠেন তিনি। গন্তব্য ছিল নিউ আলিপুর। মহিলার দাবি, সোদপুর পর্যন্ত মহিলা কামরায় লোকজন থাকলেও তারপরই খালি হতে শুরু করে কামরা। সাড়ে আটটার একটু আগে, ট্রেন যখন দমদমে ঢোকে, তখন মাঝেরহাটের একটি ট্রেনের ঘোষণা শুনে কামরা থেকে নামেন তিনি। এরপর ফের ডাউন শান্তিপুর লোকালেই উঠে পড়েন। মহিলার অভিযোগ, মিনিট খানেক পরে এই ব্যক্তি তাঁর সঙ্গে অভ্যবতা শুরু করেন। গায়ে হাত দেওয়া থেকে মারধর, অশালীন অঙ্গভঙ্গি বাদ যায়নি কিছুই। গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরলেন অভিযোগকারিণী। সেখানে দেখা যাচ্ছে, মহিলার দিকে এগিয়ে আসছেন এই ব্যক্তি। বলছেন যা টাকা আছে দিয়ে দিতে। তখনই মহিলা চিৎকার করে উঠছেন। 


মহিলা কামরার মধ্যে এহেন ঘটনা প্রসঙ্গে রেল জানাচ্ছে,গোটা ঘটনাটি যেহেতু দমদম থেকে শিয়ালদা স্টেশনের মধ্যে ঘটে। তাই শনিবার অভিযোগকারিণীকে দমদম জিআরপির তরফে ডেকে পাঠানো হয়। ঘটনায় জিআরপির তরফে জানানো হয়েছে, শ্লীলতাহানি ও মারধরের ধারায় মামলা রুজু হয়েছে। আদালতে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হবে। ফেসবুক লাইভের ফুটেজ ও স্টেশনের ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। 


দেখুন ভিডিও- শান্তিপুর লোকালে শ্লীলতাহানি, ফেসবুক লাইভে ঘটনা তুলে ধরলেন অভিযোগকারিণী


গোটা ঘটনার খবর সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। ট্রেনে যাত্রীসুরক্ষার দিকে বাড়তি জোর দেওয়ার পাশাপাশি দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবিও তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে।