কলকাতা: তাঁর অভিনয়ের শুরু মঞ্চ থেকে। এরপর ছোটপর্দা, বড়পর্দা ওটিটি, সমস্ত মাধ্যমেই তাঁর অবাধ যাতায়াত। তথাকথিত নায়োকচিত না হয়েও দর্শকেরা মুগ্ধ তাঁর অভিনয়ে। শিরদাঁড়া দিয়ে হিমেশ স্রোত বইয়ে দেওয়া নিষ্ঠুর খুনি অথবা নেহাত সাদামাটা পড়াশোনায় ভালো এক ছাত্র, সব চরিত্রেই ভীষণ অনায়াস তিনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে পা দিয়ে তাঁর প্রথমে মনে হয়েছিল, 'হিরো নয়, মেরেকেটে ভিলেন' হতে পারবেন তিনি! নতুন ওয়েবসিরিজ মুক্তির পর এবিপি লাইভের ফেলে আসা অভিনয় জীবনকে ফিরে দেখলেন 'হইচই'-এর 'গোরা' ওরফে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।
লাইটস, ক্যামেরা, অ্যাকশান নয়, তাঁর অভিনয় জীবনের সূচনা 'থার্ড বেল' দিয়ে। মঞ্চাভিনেতা ঋত্বিক কখনও ভেবেছিলেন তিনি বড়পর্দায় ছবির নায়ক হবেন? অভিনেতা বলছেন, 'আমি যখন অভিনয়ে পা রাখি, তখন চরিত্রকে কেন্দ্র করে গল্পের তেমন চল ছিল না। তাই আমার ধারণা ছিল আমি কখনও হিরো হতে পারব না। মেরেকেটে ভিলেন হতে পারি। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে ছবির ধারা যখন বদলাল, তখন চরিত্রাভিনেতাদের প্রয়োজন হয়ে পড়ল। টেলিভিশনে কাজ করতে করতেও ছবি করার ভাবনা ছিল না। সবকিছুই হয়েছে খুব ধীরে ধীরে। বাংলা ছবির সঙ্গে আমার চরিত্রও বদলেছে। আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না।'
সদ্য মুক্তি পেয়েছে ঋত্বিকের অভিনীত নতুন ওয়েবসিরিজ 'গোরা' (Gora)। এই সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখেন ঋত্বিক। কেমন ছিল ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা? ঋত্বিক বলছেন, 'অভিনেতা হিসেবে তেমন পার্থক্য বুঝিনি। তবে সিরিজ বানানো ও ছবি বানানোর মধ্যে বেশ কিছুটা পার্থক্য রয়েছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কাজের জায়গা হয়ে উঠেছে। যতদিন ছবির একাধিপত্ত চলেছে মানুষের পছন্দ হবে না ভেবে আমরা অনেক বিষয়ে ছবি করার কথা কখনও ভেবেই উঠতে পারিনি। ওটিটিতে চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই অভিনেতার গুরুত্ব প্রচুর। আর দৈর্ঘ্য বড় হওয়ার জন্য অভিনয়ের সুযোগ পাওয়া যায়।'
আরও পড়ুন: সম্পর্কের জটিলতা মিটিয়ে দেবে একটা বড়দিনের ছুটি? ১ এপ্রিল বড়পর্দায় 'আবার কাঞ্চনজঙ্ঘা'
'ভিঞ্চিদা'-র আদি বোস, 'পরিণীতা'-র বাবাই দা আর গোরা, এতরকম চরিত্রের করার জন্য কেমন প্রস্তুতি নিতে হয়? অভিনেতা বললেন, 'প্রত্যেকটা চরিত্রই ভীষণ আলাদা একে অপরের চেয়ে। তবে কিছু চরিত্রের সঙ্গে আগের চরিত্রের মিল থেকে যায়। তবে চেষ্টা করে একেবারে নতুন করে সেই চরিত্রটাকে সবার সামনে আনতে। অভিনেতা হিসেবে গোরা আমার কাছে যথেষ্ট লোভনীয় একটা চরিত্র।
ইতিবাচক না নেতিবাচক, ঋত্বিকের কাছে কোনটা বেশি কঠিন? অভিনেতা বলছেন, 'নেতিবাচক চরিত্রের সুবিধা হল, সেখানে অভিনয়ের বেশি জায়গা পাওয়া যায়। ফলে দর্শকদের নজর কাড়ার সুযোগ বেশি থাকে। ভীষণ ভালো একটা মানুষ, যেমন 'বাবাই দা'-র চরিত্র, তার একটা নিজস্ব কঠিন ব্যাপার থাকে। চরিত্রে জটিলতা থাকলে অভিনয়ের সুযোগ পাওয়া যায় বেশি।'