পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : কিড স্ট্রিটের হোটেল থেকে সংজ্ঞাহীন অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার ঘিরে প্রবল চাঞ্চল্য। দু'জনকে উদ্ধার করে এসএসকেএমে (SSKM) হাসপাতালে নিয়ে গেলে মা-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctors)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে। গতকাল মাঝরাতে হোটেল থেকে নিউ মার্কেট থানায় (New Market Police Station) খবর যায়।


পুলিশ গিয়ে মাস্টার কি দিয়ে হোটেলের ঘরের দরজা খুলে মা ও মেয়েকে উদ্ধার করে। পুলিশের দাবি, ঘর থেকে সুইসাইড নোট মিলেছে। মা ও মেয়ে দু’জনেই ডিপ্রেসনে ভুগছিলেন, অনুমান পুলিশের। ডিপ্রেশনের (Depression) জেরেই কি মা ও মেয়ের আত্মহত্যার চেষ্টা ? জোরাল হয়েছে সেই প্রশ্ন। তবে বাকি আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন নিউ মার্কেট থানার তদন্তকারী পুলিশ অফিসাররা।


পুলিশের পক্ষে ইতিমধ্যে ওই মা ও মেয়ের পরিবারকে খবর দেওয়া হয়েছে। যে হোটেল থেকে তাঁদের সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়, সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলা শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ। হোটেলের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হলেও কোনও সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায় কি না, সেই দিকটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। 


কয়েক মাস আগেই যুবকের রক্তাক্ত দেহ (Blood Drenched Body) ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। ভোরের আলো ফোটার আগেই বিষ্ণুপুর থানার আমতলা অটো স্ট্যান্ডের পাশে দেহটি (Body Recovery) উদ্ধার হয়েছিল। পরিবার ও পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসার জেরে খুন হয়ে থাকতে পারেন যুবক। মৃতের নাম বিনোদ সাউ।


                                                                                                                                  


আরও পড়ুন- তুঙ্গে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি, জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial