পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ধর্ষণের (Rape) অভিযোগে নিউ মার্কেটের (New Market) হোটেল থেকে গ্রেফতার মুম্বইয়ের দম্পতি (Mumbai Couple)। গত বছর মার্চ মাসে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগকারিণীর দাবি, ৭ বছর আগে ধর্ষণ ও তারপর থেকে সেই ভিডিও (Video) দেখিয়ে ক্রমাগত ব্ল্যাকমেল (Blackmail) করে ধাপে ধাপে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই অভিযুক্ত দম্পতি। পুলিশের (Police) দাবি, গত বছরের মার্চে থানায় অভিযোগের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। ধৃতদের ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাচ্ছে পুলিশ।
গত বছর মার্চ মাসে, মুম্বইয়ের নাগপাডা থানায় অভিযোগ দায়ের করেন মুম্বইয়ের এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, ২০১৫ সালে পার্টিতে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। স্ত্রীর সঙ্গে পরিচয় করানোর জন্য তিনি বাড়িতে নিমন্ত্রণ করেন। মহিলার অভিযোগ, বাড়িতে গেলে সরবতের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগ, অভিযুক্তের স্ত্রী ভিডিও করেন সেই ঘটনার। পরে তা দেখিয়ে ব্ল্যাকমেল করে, প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। আরও অভিযোগ, ব্ল্যাক ম্যাজিক জানে বলেও ভয় দেখানো হয়। সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী বলেন, 'বাড়িতে ডেকে সরবতের সঙ্গে মাদক খাইয়ে বেহুঁশ করার পর মক্কেলের সঙ্গে কুকর্ম করা হয়। ঘটনার ছবি-ভিডিও করে রেখে তারপর থেকে দফায় দফায় ব্ল্যাকমেল করে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।'
পুলিশের দাবি, অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত দম্পত্তি পলাতক ছিলেন। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে সম্প্রতি নিউমার্কেটের একটি হোটেলে অভিযুক্তদের সন্ধান পায় পুলিশ। শুক্রবার, মুম্বই পুলিশের একটি দল কলকাতায় আসে। রাতেই নিউমার্কেট থানার পুলিশের সঙ্গে যৌথভাবে হোটেলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে, গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকেও। ৪ দিনের ট্রানজিট রিমান্ডে ধৃতদের মুম্বই নিয়ে যাচ্ছে পুলিশ।
আরও পড়ুন- প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে মহিলাকে ধর্ষণ, আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগ