হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: কাশীপুরে (South 24 Pargana) (Kashipur) আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক মহিলাকে বারবার ধর্ষণের (Rape) অভিযোগ। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।
প্রথমে সোশাল মিডিয়ায় (Social Media) আলাপ। তারপর প্রেমের প্রস্তাব। রাজি না হওয়ায় মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ (Allegation Of Rape)। আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল (Black Mail)। ছবি ভাইরাল করার হুমকি দিয়ে বারবার ধর্ষণ! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কাশীপুরে এক ব্যক্তির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে পুলিশের দ্বাররস্থ হয়েছেন এক মহিলা।
পেশায় নার্স ওই মহিলার দাবি, ফেসবুকে শেখ ওয়াসিম আক্রম নামে একজনের সঙ্গে পরিচয় হয়। ওই ব্যক্তি প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন। কয়েক মাস আগে সল্টলেকে একটি কাজে গেলে সেখানে ওই ব্যক্তি হাজির হন। রেস্তোরাঁয় জোর করে খাওয়াতে নিয়ে যান।
মহিলার অভিযোগ, খাবারের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওয়াসিম। আপত্তিকর ছবি তুলে তা ভাইরাল করার হুমকি দিয়ে শুরু করেন ব্ল্যাকমেল!
আরও পড়ুন: Malda News: রক্ষকই ভক্ষক! মালদায় ব্যবসায়ীর বাড়ি থেকে সোনা ও নগদ লুঠপাঠ, অভিযুক্ত পুলিশ কর্মী
এরপরই নির্যতিতা অভিযোগ দায়ের করেন কাশীপুর থানায়। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগ যেহেতু শাসন থানা এলাকার, তাই সেই অভিযোগ শাসন থানায় পাঠানো হয়।
অভিযোগকারিণীর বক্তব্য, 'বিভিন্ন থানায় ঘুরছি। সুরাহা পেলাম না। পরিবারের তরফে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।' থানা সূত্রে খবর, অভিযুক্ত ওয়াসিমের তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্ত মার্চেন্ট নেভিতে চাকরি করেন। তাঁকে ফিরিয়ে এনে গ্রেফতারির প্রক্রিয়া চলছে।
অভিযুক্তে পরিবারের সঙ্গে যোগাযোগ করে হলে তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন।