অনির্বাণ বিশ্বাস, কলকাতা: করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ডেঙ্গি নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। আজ শহরের ১৪৪টি ওয়ার্ডেই সচেতনতা প্রচার চলবে। নিজের ৮২ নম্বর ওয়ার্ডে সচেতনতার বার্তা দিতে পথে নামেন মেয়র ফিরহাদ হাকিম।


ডেঙ্গি নিয়ে সতর্ক কলকাতা পুরসভা: গতকাল কেন্দ্রীয়ভাবে পুরসভার তরফে পদযাত্রা হয়। মেয়র জানিয়েছেন, ডেঙ্গি-প্রতিরোধে বছরের শুরু থেকেই সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস চলছে। বিভিন্ন থানায় বাজেয়াপ্ত গাড়িগুলিকে ক্রাশ সাইটে নিয়ে গিয়ে নষ্ট করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে। এছাড়া, বন্ধ কল-কারখানা ও কেন্দ্রীয় সরকারি অফিস চত্বর সাফ-সুতরো রাখতে শিল্প দফতরকে বলা হবে বলে মেয়র জানিয়েছেন।


এদিকে ২৪ ঘণ্টায় রাজ্য়ের ৪ করোনা (Corona) আক্রান্তের মৃত্য়ু হয়েছে। এরমধ্য়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হয়েছে ৩ জনের এবং আর জি কর হাসপাতালে মৃত্য়ু হয়েছে ১৫ বছরের এক কিশোরের। শুধু রাজ্য় নয়, দেশেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ-বৃদ্ধির নেপথ্য়ে রয়েছে করোনার নতুন ভ্য়ারিয়েন্ট। ২০২০ থেকে ২০২১, দু’বছর ধরে করোনার ভয়ঙ্কর তাণ্ডবলীলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। মৃত্যু মিছিল, হাসপাতালে রোগীদের ভিড়, অক্সিজেনের জন্য হাহাকার। ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে জনজীবন স্তব্ধ করা লকডাউন। তার ফলস্বরূপ ভয়ঙ্কর বেকারত্ব। এসবের সাক্ষী থেকেছে গোটা দেশ। এরইমধ্য়ে এসেছে ভ্য়াকসিন। করোনাকে মোকাবিলা করে এখন স্বাভাবিক হয়ে উঠেছে বিশ্ব। কিন্তু এরইমাঝে নতুন করে ভয় ধরাচ্ছে Covid19। ফের লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। বাড়ছে মৃত্যু।


শুক্রবার, আর জি কর হাসপাতালে মৃত্য়ু হয় করোনা আক্রান্ত ১৫ বছরের এক কিশোরের। হাসপাতাল সূত্রে খবর, গোবরডাঙার বাসিন্দা, ওই কিশোর কিডনির সমস্য়ায় ভুগছিল। এমাসের ৮ তারিখ ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার সকালে সব শেষ। এদিন সকালেই বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হয়,দমদম ক্য়ান্টনমেন্টের বাসিন্দা, করোনা আক্রান্ত ৭৭ বছরের বৃদ্ধর। হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ছিল কোমর্বিডিটি। বৃহস্পতিবার সন্ধেয়, এই হাসপাতালে মৃত্য়ু হয় করোনা আক্রান্ত ৬৮ বছরের এক ব্য়ক্তির। তাঁর বাড়ি হাওড়ার বোটানিক্য়াল গার্ডেন এলাকায়। মৃত্য়ুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, পার্কিনসনস।  গতকাল বেলেঘাটা আইডি-তে মৃত্যু হয় কলেজ স্ট্রিটের বাসিন্দা বছর ষাটের মহিলার। হাসপাতাল সূত্রে খবর, ২৬ এপ্রিল বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন করোনা ধরা পড়ে। লাইফ সাপোর্টে থাকাকালীন গতকাল মহিলার মৃত্যু হয়। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে ২৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এঁদের মধ্যে ১৭ জন রয়েছেন ICU-তে।


 


আরও পড়ুন: Vastu Shastra: বাস্তুমতে এই ছবি ঘরে থাকলে টাকা ও অন্নের অভাব পূরণ হবে, কী নিয়মে পালন আবশ্যক?