কলকাতা: নারকেলডাঙা (Narkeldanga) ক্যানাল ওয়েস্ট রোড (Canal West Road) থেকে বেআইনি পার্কিং (Illegal Parking) সরাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা (KMC) এবং পুলিশ-প্রশাসন। শনিবার ওই রাস্তার পরিস্থিতি সরেজমিনে দেখতে যান প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা। সেখানে বেআইনি ভাবে রাস্তা জুড়ে গাড়ি রাখা হয়েছে বলে অভিযোগ। তা হটাতে সোমবার থেকে মাইকে প্রচার চালানো হবে। তার পর গাড়ি সরানোর জন্য সাত দিন সময় দেওয়া হবে সকলকে। তার মধ্যে রাস্তা খালি না করলে গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।


শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই ক্যানাল ওয়েস্ট রোড। কিন্তু দিনের পর দিন সেখানে বেআইনি ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পুরনো, অকেজো গাড়িও দাঁড়িয়ে রয়েছে সারি সারি। এর ফলে রাস্তায় যান চলাচল দায় হয়ে দাঁড়িয়েছে। নারকেলডাঙা থানা থেকে মানিকতলা মেইন রোড পর্যন্ত এই বেআইনি পার্কিং রয়েছে বলে অভিযোগ। তা সরাতেই এ বার পরিকল্পনা গ্রহণ করল পুলিশ এবং প্রশাসন। বাল হয়েছে, বেআইনি পার্কিংয়ের জন্য যাতায়াতের অসুবিধা হচ্ছে। রাস্তাটিকে পুরোপুরি কাজে লাগাতে হলে সেগুলি সরানো প্রয়োজন।


এ দিন পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন ইস্ট সাবআর্বান ডিভিশনের ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। তিনি বলেন, ‘‘রাস্তাটিকে নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু বেআইনি পার্কিংয়ের জন্য রাস্তার সদ্ব্যবহার হচ্ছে না। এর জন্যই বেশি যানয়ট হচ্ছে। মালিকদের গাড়ি সরাতে বলা হবে। নির্দেশ না মানলে পুরসভা এবং পুলিশের তরফে কড়া আইনি পদক্ষেপ করা হবে তাঁদের বিরুদ্ধে।’’


আরও পড়ুন: Saugata Roy on Mamata Banerjee: মমতার নামে দল চলে, তৃণমূলে ওঁর বিকল্প নেই, অন্তর্ঘাতপর্ব পেরিয়ে বললেন সৌগত


এ দিন ওই রাস্তা পরিদর্শনে যান ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীও। তিনি বলেন, ‘‘বেআইনি পার্কিংয়ে ভরে গিয়েছে রাস্তা। রাস্তা ব্যবহারই কার যাচ্ছে না। এখানে কিন্তু বস্তি উচ্ছেদের কোনও ব্য়াপার নেই। বরং বেআইনি পার্কিংয়ের সুযোগ নিয়ে মদ এবং জুয়ার আড্ডা চলছে দেদার। তা রুখতেই পদক্ষেপ করা হচ্ছে। রাস্তাটির সঠিক ব্যবহার হলে সহজে কলকাতা স্টেশন পৌঁছনো যাবে। মাইকে সতর্ক করব আমরা। তাতে কাজ না হলে আইনি পদক্ষেপ করা হবে।’’


বেআইনি এবং জবরদখলকারীদের বিরুদ্ধে পুরসভার তরফে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। তিনি বলেন, ‘‘আমরা পার্কিং অ্যাপ করে দিচ্ছি। ফলে কোথায় কোথায় পার্কিং রয়েছে, তা পুলিশ এবং সাধারণ মানুষ জানতে পারবেন। তা ছাড়া মোটা জরিমানার বন্দোবস্ত করলেই আর বেআইনি ভাবে গাড়ি রাখবে না কেউ। দরকার হলে গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে।’’ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ক্যানাল ওয়েস্ট রোডের সঠিক ব্যবস্থা হলে কলকাতা স্টেশন যাওয়া সহজ হবে যেমন, তেমনই মধ্য কলকাতাকে যানজট মুক্তও করা যাবে।