সুজিত মণ্ডল, নদিয়া: শান্তিপুরে (Shantipur) শুরু হল বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের (Water Coonection) কাজ। পুরভোটের আগে এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির (BJP) অভিযোগ, একই প্রকল্প বারবার উদ্বোধন করছে তৃণমূল (TMC)। যদিও শাসক দলের দাবি, ভোটের কারণে কাজ আটকে ছিল।       


পাইপলাইনে নিখরচায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে পানীয় জল। পুরভোটের আগে নদিয়ার শান্তিপুরে শুরু হল পানীয় জল সরবরাহের কাজ। হাউস ফর অল প্রকল্পের গ্রাহকদের এক্ষেত্রে দেওয়া হয়েছে অগ্রাধিকার।


শান্তিপুর পুরসভার তৃণমূল নেতা ও প্রশাসক সুব্রত ঘোষ বলেন, "প্রায় সাড়ে তিন হাজার গ্রাহকের কাছে জল পৌঁছে দেব। পরবর্তীতে গোটা শান্তিপুরে বাড়ি বাড়ি জল পৌঁছে দেব।" ভোটের মুখে সরকারি কাজ নিয়ে বেধেছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, আগেই এই প্রকল্পের উদ্বোধন হয়েছিল। ফের তা উদ্বোধন করে প্রতারণা করছে তৃণমূল।


আরও পড়ুন, তৃণমূল করে খাওয়ার জায়গা নয়, পুরভোটের প্রচারে হুঁশিয়ারি অভিষেকের


বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিধায়ক ও আহ্বায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, "এর আগেও উদ্বোধন হয়েছিল। নতুন করে উদ্বোধনের বিষয় বোধগম্য হল না। সব টাকা কেন্দ্রীয় সরকারের, রাজ্যের ভূমিকা নেই। একই মুরগিকে দু’বার জবাই করা হচ্ছে।"            


যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, বিধানসভা ভোট ঘোষণার জন্য কাজ আটকে ছিল। শান্তিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, " প্রয়াত জননেতা অজয় দে এই প্রকল্পের অনুমোদন অনেকদিন আগেই করে এনেছিলেন। ভোট ঘোষণার জন্য আমরা মানুষের দ্বারে পৌছে দিতে পারিনি। আজকে সুযোগ পাওয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হল।" 


উপনির্বাচনে বিজেপির থেকে শান্তিপুর ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ওই নির্বাচনের নিরিখে শান্তিপুরের ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে লিড পায় শাসক দল। ১টি ওয়ার্ডে এগিয়ে সিপিএম।