কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রাথমিক শিক্ষায় (Primary Education) রাজ্যের (West Bengal) মুকুটে নতুন পালক। দেশের (India) মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।  


পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫টি মানদণ্ডের নিরিখে  করা হয়েছে এই মূল্যায়ন। ওই রিপোর্টেই বলা হয়েছে, জাতীয় র‍্যাঙ্কিং-এ ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে বাংলা রয়েছে প্রথম স্থানে।  এই সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষা দফতরকে ট্যুইটারে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।   


এদিন মমতা টুইটে বলেন, "পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর। আমরা Foundational Literacy & Numeracy Index অনুযায়ী দেশের সব রাজ্যের মধ্যে বাংলা শীর্ষস্থান অধিকার করেছি। আমি এই অসামান্য কৃতিত্বের জন্য আমাদের শিক্ষা বিভাগের সকল শিক্ষক, অভিভাবক এবং সদস্যদের অভিনন্দন জানাই।" 


আরও পড়ুন, তৃণমূল করে খাওয়ার জায়গা নয়, পুরভোটের প্রচারে হুঁশিয়ারি অভিষেকের


সম্প্রতি, বাঙালির গর্বের মুকুটে যোগ হয়েছিল আরও একটি পালক। বিশ্বের দরবারে স্বীকৃতি পেল বাংলার দুর্গাপুজো (Durga Puja)। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পেল বাঙালির দুর্গোৎসব। বিবৃতি জারি করে Intangible Cultural Heritage তথা তথা অনুনভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার কথা জানিয়েছে ইউনেস্কো। 


ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র ১৬তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়েছে। UNESCO’র তরফে জানানো হয়েছে, ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে। আর এই আনন্দ-সংবাদের জেরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বাংলার জন্য গর্বের মুহূর্ত, ট্যুইট করেন মুখ্যমন্ত্রীর। বাংলায় ট্যুইট করেছেন প্রধানমন্ত্রীও। 


দুর্গাপুজোকে UNESCO স্বীকৃতি দেওয়ার পরই, ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার জন্য গর্বের মুহূর্ত। বিশ্বের প্রতিটি বাঙালির কাছে, দুর্গাপুজো উৎসবের চেয়ে অনেক বেশি আবেগের। যা সবাইকে এক করে। দুর্গাপুজো এখন, বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে। এতে আমরা সবাই আনন্দিত।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI