কলকাতা: ১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ের পরই শাসকদলের (TMC)দিকে পা বাড়িয়ে নির্দল প্রার্থী রুবিনা নাজ (Rubina Naz)। এদিন তিনি ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূলে (TMC) যোগ দেওয়ার। তবে তাঁকে দলে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত দলের। তাই 'দল ঠিক করবে', জানালেন ফিরহাদ (Firhad Hakim)। 


এ দিন নির্দল প্রার্থী রুবিনা (Rubina Naz) বলেন, 'এটা আমার একার জয় নয়, এটা আমার সকল ভাইদের জয়। খুব শীঘ্রই তৃণমূলের (TMC) যাব। ওখানে আমার বাবা আছেন। বাবা চাইলেই আমরা যোগ দেব। তিনি আরও বলেন, 'আমার স্বামীও রয়েছে তৃণমূলে' ওরা যখন যেমন চাইবে, তেমনভাবে কাজ করব আমরা।' অন্যদিকে এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, রুবিনা আমার সঙ্গে দেখা করেছে। ওকে বলেছি আবেদন করতে। বাকি সিদ্ধান্ত দল নেবে।'


কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রি। তবে তারইমধ্যে ছাপ ফেললেন কয়েকজন নির্দল প্রার্থী। ৩টি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন ৩ কন্যা। ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ। ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর। এবং ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ জিতলেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে। পর্যবেক্ষকদের একাংশের মতে, ২০১৪-র লোকসভা নির্বাচন থেকে শুরু করে, বাংলায় কার্যত প্রতিটি ভোটে এখন মেরুকরণ হচ্ছে! মাঝামাঝি কিছুর কোনও জায়গা নেই! কিন্তু, তারইমধ্যে কলকাতা পুরভোটে বিভিন্ন দলের লড়াইয়ের মাঝে, তিন নির্দলের জয়, নিঃসন্দেহে চমকপ্রদ! 



উল্লেখ্য,  কলকাতা ফের তৃণমূলের। ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়। দখলে পুরসভার ৯৩ শতাংশের বেশি আসন। মোট ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩টি ওয়ার্ডে জয়ী বিজেপি। বামেরা ২টি আসনে জয়ী। কংগ্রেস জয়ী ২টি ওয়ার্ডে। ৩টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী। ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা। ৪৮ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি। ১৬ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস। নির্দল ৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে। কলকাতা পুরভোটে তৃণমূল একাই পেল ৭২% ভোট। মাটি হারিয়ে বিজেপির ভোট নামল ৯ শতাংশে। কিছুটা ঘুরে দাঁড়িয়ে বামেরা পেল ১২% ভোট। কংগ্রেস পেল ৪% ভোট। 


কলকাতা পুরভোটে তৃণমূলের ঝড়। বিদায়ী বোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম জিতেছেন বড় ব্যবধানে। জয় পেয়েছেন তাঁর ডেপুটি অতীন ঘোষও। বিদায়ী বোর্ডের ১৩ জন মেয়র পারিষদই জিতেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, তারক সিংহ, দেবব্রত মজুমদার, রাম পেয়ারি রাম। পুরভোটে প্রার্থী হওয়া সাংসদ মালা রায় এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন। ডবল হ্যাটট্রিক হল বিজেপির মীনাদেবী পুরোহিতের। জয়ের হ্যাটট্রিক করলেন বিজয় ওঝা। প্রথমবার লড়ে ৫০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন বিজেপির সজল ঘোষ। গড়রক্ষা করেছেন কংগ্রেসের সন্তোষ পাঠক। চমক দিয়েছেন ১৩৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি। ৯২ নম্বর ওয়ার্ড ধরে রেখেছেন সিপিআইয়ের মধুছন্দা দেব। জিতেছেন ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নন্দিতা রায়।