রুমা পাল, কলকাতা: শহর কলকাতার পার্ক স্ট্রিটে (Park Street) রহস্যমৃত্যুর ঘটনা। চাঞ্চল্য ছড়াল পার্ক স্ট্রিট এলাকায়।
সুধা ভবনে রহস্যমৃত্যু
পার্ক স্ট্রিটের জীবন সুধা ভবনে (Jeevan Sudha Bhavan) রহস্যমৃত্যু। ১৯ তলা ভবনের ৪ তলা থেকে আজ মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করা হয়।
কিন্তু কেন আত্মহত্যা? মৃতদেহর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট (Suiciden note)। সব দেখে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে ঋণের দায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেই থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত বলে অনুমান পুলিশের। মৃতের নাম উৎপল রায়। তাঁর বাড়ি পূর্ব পুটিয়ারিতে।
ঠিক কী হয়েছিল? কী জানা যাচ্ছে?
জওহরলাল নেহরু রোডের জীবন সুধা ভবন। প্রত্যক্ষদর্শী যাঁরা রয়েছেন তাঁরা জানাচ্ছেন যে ঠিক সাড়ে তিনটে নাগাদ হঠাৎ তাঁরা সজোরে এক শব্দ পান। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন। এসে তাঁরা দেখতে পান যে ভবনের সামনে এক ব্যক্তি পড়ে রয়েছেন একেবারে রক্তাক্ত অবস্থায়।
পুলিশ সূত্রে জানা গেছে যে মৃতদেহের কাছ থেকে মিলেছে সুইসাইড নোট। পুলিশের প্রাথমিক অনুমান হতাশা থেকেই এমন পদক্ষেপ। এবং তার সঙ্গে এও জানা যাচ্ছে যে ঋণের দায়ে জর্জরিত ছিলেন ওই ব্যক্তি। উৎপল রায় নামে ওই ব্যক্তি পূর্ব পুটিয়ারি রিজেন্ট পার্ক থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও খবর, ওই ব্যক্তি জিএসটি অ্যাডভোকেট ছিলেন এবং মনে করা হচ্ছে যেহেতু ওই বিল্ডিংয়ে 'ডেট রিকভারি ট্রাইব্যুনাল' ছিল ফলে হয়তো কোনও মামলা চলছিল। সেই কারণে ওই বিল্ডিংয়ে গিয়ে থাকতে পারেন। কিন্তু কেন সেখানে ওই ভদ্রলোক যান ও কেন এই চূড়ান্ত পদক্ষেপ? সেই সমস্ত বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন: Purba Medinipur: বাংলাদেশ সরকারের ওষুধ মিলছে কাঁথি মহকুমা হাসপাতালে, কিন্তু কীভাবে?
এক প্রত্যক্ষদর্শীর কথায়, 'হঠাৎ আওয়াজ হল একটা। সবাই চিৎকার করতে শুরু করল। তখন বেরিয়ে এসে দেখছি একটা দেহ পড়ে রয়েছে। গিয়ে দেখি মারা গেছেন।'