আবির দত্ত, আনন্দপুর : আনন্দপুরে রাজ্যপালের (Governor) অনুষ্ঠানস্থলের কাছেই নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্যাক্সি (Empty Taxi) ঘিরে রহস্য। নম্বর দেখে গাড়ির মালিককে ফোন করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য। গত ডিসেম্বরে চুরি যায় ট্যাক্সিটি, দাবি মালিকের। তিলজলা থেকে চুরি হওয়া ট্যাক্সি কীভাবে আনন্দপুরে পৌঁছল, খতিয়ে দেখছে পুলিশ।


রহস্যজনকভাবে দাঁড়িয়ে ফাঁকা ট্যাক্সি !


নো পার্কিং জোনে রহস্যজনকভাবে দাঁড়িয়ে ফাঁকা ট্যাক্সি ! ঢিল ছোড়া দূরত্বে রাজ্যপালের অনুষ্ঠানস্থল। সেই কারণে এলাকায় নজরদারি বাড়িয়েছিল পুলিশ ৷ রাস্তায় টহলদারি চলাকালীন দীর্ঘক্ষণ ফাঁকা ট্যাক্সিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের ৷ নম্বর দেখে গাড়ির মালিককে ফোন করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য !

রাজ্যপালের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় ছিলেন ট্রাফিক সার্জেন্ট। তিনি দেখেন খালি ট্যাক্সিটি। তিনি জানান, ট্যাক্সিটি দাঁড়িয়ে থাকায় সন্দেহ হয়। চালককে খুঁজে না পেয়ে নম্বরের সূত্র ধরে মালিকের ফোন নম্বর জোগাড় করে ফোন করি। পুলিশ সূত্রে খবর, ফাঁকা ট্যাক্সির নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করতে জানা যায়, গত ডিসেম্বরে তাঁর ওই ট্যাক্সিটি চুরি হয়ে যায়৷ তিলজলা থানায় ট্যাক্সি চুরির অভিযোগও দায়ের করেন মালিক৷ প্রায় দু'মাস পর সেই ট্যাক্সিরই খোঁজ মিলল আনন্দপুর থানা এলাকা থেকে।


ট্যাক্সি মালিক (Taxi Owner) বলেন, ট্যাক্সি চুরি হয়ে গেছিল। তিলজলা থানায় অভিযোগ দায়েরের পরেও ট্যাক্সির খোঁজ মেলেনি ৷

কিন্তু, তিলজলা থেকে চুরি হওয়া ট্যাক্সি কীভাবে আনন্দপুরে পৌঁছল ? কে বা কারা, কী উদ্দেশ্যে ট্যাক্সিটিকে ওখানে রেখে গেল ?
জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ৷ উদ্ধার হওয়া ট্যাক্সিটিকে তিলজলা থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷


সম্প্রতি রাজ্যপালের নিরাপত্তা বাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রক। জেড প্লাস নিরাপত্তা (Z+ Security) দেওয়া হয় রাজ্যপালকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Health Ministry) গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়, রাজ্যপালের জীবনের ঝুঁকি আছে। গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই বাড়ানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) নিরাপত্তা। 


জগদীপ ধনকড়ের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সি ভি আনন্দ বোস। ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন লা গণেশন। এরপর গত নভেম্বর মাসে রাজভবনে স্থায়ীভাবে আসেন কেরলের বাসিন্দা সি ভি আনন্দ বোস।


আরও পড়ুন ; 'দুর্নীতিতে দেখাতে হবে জিরো টলারেন্স', সুকান্তর সঙ্গে বৈঠকের পর কী বার্তা রাজ্যপালের ?