নাগপুর: টেস্টের প্রথম দিন তাঁর বলে ডেভিড ওয়ার্নারের (David Warner) স্টাম্প ছিটকে যাওয়ার ছবি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের সেরা দৃশ্য হয়ে রয়েছে। সেই মহম্মদ শামি (Mohammed Shami) ছন্দ ফিরে পেতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের সাহায্য নিয়েছিলেন!


প্রাক্তন পাক অলরাউন্ডার আজহার মাহমুদ জানিয়েছেন, একটা সময়ে শামির সিম পজিশন নিয়ে সমস্যা ছিল। আজহার মাহমুদকে নাকি বিষয়টি নিয়ে মেসেজও করেছিলেন শামি!


দীর্ঘদিন ধরে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গ মহম্মদ শামি। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতেও ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশের হয়ে ৬০টি টেস্ট খেলে তিনি ইতিমধ্যেই নিয়েছেন ২১৬টি উইকেট। আইপিএলে বর্তমানে খেলছেন গুজরাত টাইটান্স দলের হয়ে। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলার সময়েই ড্রেসিংরুমে একসঙ্গে সময় কাটিয়েছিলেন আজহার মাহমুদের সঙ্গে।


মাহমুদ বলেছেন, ‘আমার যে অভিজ্ঞতা রয়েছে তা আমি সবার সঙ্গে ভাগ করে নিই। আমি এসব নিয়ে একেবারে ভাবিও না। কারণ খেলাধুলার আলাদা করে কোনও সীমারেখা নেই। আমি তো আইপিএলেও খেলেছি। কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি। আমি শামির সঙ্গেও কাজ করেছি। আমার মনে আছে ওর যখন সিম পজিশন নিয়ে একটা সমস্যা হচ্ছিল ও তখন আমাকে একটা মেসেজ করেছিল। আমরা এ নিয়ে কথা বলেছিলাম।'


রোহিতের টোটকা


নাগপুরে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৭ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গণ্ডিই পেরল না অস্ট্রেলিয়া। মাত্র ৯১ রানেই গুটিয়ে গেল তাদের ইনিংস। যে পিচে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা (Rohit Sharma), রান পেয়েছেন রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলরা, সেখানে ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ারয।


ম্যাচের পর অস্ট্রেলিয়ার কাটা ঘায়ে যেন নুনের ছিটে দিলেন রোহিত। বললেন, 'গত কয়েক বছর ধরে যে ধরনের পিচে আমরা খেলছি, তাতে রান করার জন্যে আগে থেকে কিছু পরিকল্পনা করে রাখতে হবে। আমি মুম্বইয়ে খেলে বড় হয়েছি। ওখানকার পিচে বল ভালই ঘোরে। তাই রান করতে গেলে ফুটওয়ার্ক ঠিক রাখতে হবে। রান করার জন্য সঠিক বলের অপেক্ষা করতে হবে। আলাদা কিছু করার চেষ্টা করে বিপক্ষের বোলারদের চাপে রাখতে হবে। এমন কিছু করা উচিত যেটা আপনি পারেন। সেটা স্যুইপ হতে পারে, রিভার্স স্যুইপ হতে পারে।’                                             


অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Ind vs Aus)। আড়াই দিনে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়ে।                          


তবে রোহিত শর্মা মনে করেন, ম্যাচের প্রথম দিন প্রথম কয়েক ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তিনি নিজে দুরন্ত সেঞ্চুরি করে ভারতের বড় ইনিংস নিশ্চিত করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে রোহিত বলেছেন, 'সত্যি কথা বলতে কী, পেসারদের প্রথম দুই ওভার ম্যাচের রাশ আমাদের হাতে তুলে দিয়েছিল। শুরুতেই যদি প্রতিপক্ষকে ২/২ করে দেওয়া যায়, তাহলে সুবিধাজনক জায়গায় থাকা যায় তো বটেই। প্রতিপক্ষ চাপে পড়বেই কারণ আমাদের স্পিন বিভাগ ভীষণ শক্তিশালী। তবে এই ধরনের পিচে আমাদের পেসাররাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ধরনের পরিবেশ পরিস্থিতি কীভাবে কাজে লাগানো যায়, সেটা ওরা খুব ভাল জানে।'                                      


আরও পড়ুন: প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা