সুনীত হালদার, সুদীপ্ত আচার্য ও সমীরণ পাল, কলকাতা: নবান্ন অভিযানের জন্য মঙ্গলবার হাওড়ার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতায় আসতে গেলে, কোন রাস্তা ধরতে হবে? হাওড়া থেকে কলকাতায় যেতে গেলেই বা কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে? তা নিয়ে নির্দেশিকা জারি করেছে হাওড়ার ট্রাফিক পুলিশ।
আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি। সেজন্য় হাওড়ার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। হাওড়ার দিক থেকে কলকাতার দিকে আসা গাড়ির জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে- ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে, কোলাঘাটের দিক থেকে আসা কলকাতামুখী যে গাড়িগুলি, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যেতে চায়, তারা নিবড়া থেকে নিবেদিতা সেতু দিয়ে আসতে পারে।
ডানকুনির দিক থেকে আসা যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু ধরতে চায়, তারা নিবেদিতা সেতু দিয়ে কলকাতায় আসতে পারে। কলকাতা থেকে হাওড়ামুখী যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া সেতু ধরতে চায়, তারাও নিবেদিতা সেতু দিয়ে যেতে পারে।
হাওড়া স্টেশন থেকে যেসব গাড়ি হাওড়া সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতায় আসতে চায়, তারা জি টি রোড বা নিবেদিতা সেতু ধরতে পারে। হাওড়ার কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তা-ও জানানো হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন, তৈরি পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্স, কোথায় কোথায় ব্যারিকেড? কোথায় যান নিয়ন্ত্রণ?
এর মধ্যে রয়েছে- দ্বিতীয় হুগলি সেতুর মাঝে কোনা এক্সপ্রেসওয়ে। আলমপুর এবং লক্ষ্মীনারায়ণতলা মোড়ের মাঝে আন্দুল রোড। মল্লিক ফটক এবং বেতাইতলার মাঝে জি টি রোড। মন্দিরতলা এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জি টি রোড। কাজিপাড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জি টি রোড। কাজিপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং অবধি ফোরশোর রোড। হাওড়া স্টেশন থেকে গ্র্যান্ড ফোরশোর রোড।
নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে