কলকাতা: অবসর নেওয়ার পরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না! এই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিল নবান্ন। জট কাটাতে আজ অর্থ দফতরের সঙ্গে ডিপার্টমেন্ট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইনসিওরেন্সের আধিকারিকদের বৈঠক হয়।                         

  


সূত্রের খবর,  সিদ্ধান্ত হয়েছে, ৩ মাসের বেশি সময় ধরে যাঁদের পেনশন ফাইল আটকে, তাঁদের সবার পেনশন ফাইল আগামী ১১ মার্চের মধ্যে রিলিজ করতে হবে। এরপর জানুয়ারির ২২ তারিখ অবধি যাঁদের পেনশন ফাইল আটকে, তাঁদের ফাইল রিলিজ করতে হবে ২৫ মার্চের মধ্যে। আর ফেব্রুয়ারির ২২ তারিখ অবধি যাঁদের পেনশন ফাইল আটকে, তাঁদের ফাইল রিলিজ করতে হবে ১৫ এপ্রিলের মধ্যে। ফাইল রিলিজ হলেই তা অর্থ দফতরের হাতে পৌঁছবে। সেই মতো সদর্থক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নবান্ন।  


আরও পড়ুন, নতুন পেনশন নীতি বাংলায়? সমস্যা মোকাবিলায় শিক্ষামন্ত্রীর আশ্বাস


গত ৬ মাসে যে সমস্ত শিক্ষকরা অবসর নিয়েছেন, তাঁদের পেনশন আটকে আছে। এরা সবাই গভর্মেন্ট আন্ডারটেকিং স্কুলে। আজ নবান্নে এই ইস্যুতে বৈঠক হয়। অর্থ দফতরের সঙ্গে ডিপার্টমেন্ট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইনসিওরেন্সের আধিকারিকদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, গত ৩ মাসের বেশি সময় ধরে যাঁদের পেনশন আটকে আছে, তাঁদের সবার পেনশন ফাইল আগামী ১১ মার্চের মধ্যে রিলিজ করতে হবে। জানুয়ারি ২২ তারিখ অবধি যাঁদের পেনশন ফাইল আটকে আছে, তাঁদের ২৫ মার্চের মধ্যে পেনশন ফাইল রিলিজ করতে হবে। ফেব্রুয়ারি ২২ তারিখ অবধি যাঁদের পেনশন ফাইল আটকে, তাঁদের ১৫ এপ্রিলের মধ্যে পেনশন ফাইল রিলিজ করতে হবে।                             


অবসরের ফাইল ডিআইয়ের কাছ থেকে যায় ডিপিপিজি-তে। সেই সমস্ত ফাইল চেক করে পাঠায় অর্থ দফতরে। অর্থ দফতর পেনশন রিলিজ করে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ৫ হাজার গত ৬ মাসে অবসর নিয়েছেন।