কলকাতা : সাতসকালে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা। স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে । তাতে রীতিমতো আহত হয়েছে নবম শ্রেণির দুই ছাত্র। দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলুস্থূল পড়ে যায়। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। সকাল ৭টা নাগাদ স্কুল শুরু হয়। সেই সময় ওপর থেকে কাচ ভেঙে পড়ায় ঘটে যায় এই দুর্ঘটনা। জখম ২ ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা।
সূত্রের খবর, দুই ছাত্রের মধ্যে একজনের আঘাত গুরুতর। দু’জনকেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আতঙ্কিত অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুল্যান্স পরিষেবা মেলে না। অভিভাবকরাই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। স্কুলের তরফে যোগাযোগ ও পরিকাঠামোর সমস্যাও রয়েছে বলে অভিযওগ করেন বিক্ষোভরত অভিভাবকরা। শুধু আজকের ঘটনাকে কেন্দ্র করেই নয়, এছাড়াও নানা বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলছেন পড়ুয়াদের মা-বাবারা। অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় স্কুলে। পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় টালিগঞ্জ থানার পুলিশ।
আহত ছাত্রের মায়ের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁকে কিছুই জানায়নি। আরেক অভিভাবক তাঁকে বিষয়টি জানান। কাচে হাত কাটলেও প্রাথমিক শুশ্রুষা করে তাঁর ছেলেকে টিটেনাস না দিয়েই ক্লাসে বসিয়ে রাখা হয়েছিল। অভিভাবকরা থানায় যাবেন শুনে স্কুল কর্তৃপক্ষ তৎপর হয়। গাফিলতির
অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়ারা জানলা খোলার চেষ্টা করায়, কাচ ভেঙে পড়ে। এর পাশাপাশি, যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুল্যান্স আসতে দেরি হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
আরও খবর :
সীমান্তে উস্কানি, কাঁটাতার দিতে বাধা BGB-র; চৌকিতে গিয়ে BSF-এর সঙ্গে বৈঠক ২ বিজেপি বিধায়কের ! কী বার্তা ?