সঞ্চয়ন মিত্র, ময়ূখ ঠাকুর চক্রবর্তী , সুদীপ্ত আচার্য : দেড়ঘণ্টার চেষ্টাতেও শেষ রক্ষা হল না। হাসপাতালে মজুত দমকল কর্মীরা। প্রস্তুত ছিল হাইড্রলিক ল্যাডারও। তবু ৮ তলার কার্নিস থেকে হাত ফসকে নিচে পড়ে গেলেন রোগী। 


মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের (Kolkata Neurosciences Institute  ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে এই দৃশ্য দেখে মল্লিকবাজারের ওই রাস্তায় ভিড় জমে যায়। 


 ' ওয়ার্ড বয়দের মারধর '
হাসপাতাল সূত্রে খবর, ওয়ার্ড বয়দের মারধর করে, তাঁদের হাত ছাড়িয়ে ৮ তলার জানলা গলে বেরিয়ে কার্নিসে চলে যান ওই রোগী। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান দমকল কর্মীরা। 


হাত ফসকে তিনি নিচে পড়ে যান
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে টানাপোড়েন। চিকিত্সকদের পাশাপাশি, রোগীর আত্মীয়দের এনেও বোঝানোর চেষ্টা হয়। শেষে কার্নিস ধরে ঝুলতে শুরু করেন ওই রোগী। শেষপর্যন্ত হাত ফসকে তিনি নিচে পড়ে যান।


ঝাঁপ দেওয়ার হুমকি
লোকটি কার্নিসে ওঠার ঘণ্টাখানেক পর ঘটনা স্থলে এসে পৌঁছান বাড়ির লোকেরা। তাঁরাও ইশারা করে বুঝিয়ে নামানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু তাকে বুঝিয়েও লাভ হয়নি। তিনি উপর থেকে একেকটি জিনিস চাইতে শুরু করেন। তাঁর কাছে পৌঁছে দেওয়া হয় কোল্ড ড্রিঙ্ক, খাবার। স্কাই লিফট আনা হয়। এরপর তিনি আবার ঝাঁপ দেওয়ার হুমকি দেন। তাই তাঁকে বুঝিয়ে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। বুঝিয়ে নামানোর চেষ্টা করলেও তিনি নামছিলেন না। তারপর কার্নিস থেকে ঝুলে পড়েন তিনি। প্রায় লাফ দেওয়ার উপক্রম হয়। নিচে জাল আনার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর পাওয়া যায়।