কলকাতা: কলকাতায় ফের রোগী 'রেফার রোগ'। গুরুতর অসুস্থ সদ্যোজাতকে (News Born Baby) দু'-দু'টি সরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে চূড়ান্ত হয়রানির শিকার হলেন শিশুটির পরিবারের লোকজন (Kolkata News)। দীর্ঘ টানাপোড়েনের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে সক্ষম হন তাঁরা। কিন্তু শহরের সরকারি হাসপাতাল থেকে সঙ্কটজনক শিশুটিকে নিয়ে কেন তার পরিবারকে হন্যে হয়ে ঘুরতে হল, মেলেনি উত্তর (Patient Refer Allegations)।


শহরে ফের রোগী রেফারের অভিযোগ


সোমবার উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় ওই সদ্যোজাতের। জন্মের পর থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে প্রথমে বিসি রায় শিশু হাসপাতালে তাকে নিয়ে যায় পরিবার। তবে পরিবারের অভিযোগ, হাসপাতালে ভেন্টিলেশনে বেড না থাকায় অন্য হাসপাতালে রেফার করে বিসি রায় শিশু হাসপাতাল।


এর পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলেও সেখানেও বেড মেলেনি বলে অভিযোগ। এরপর সদ্যজাতকে রাতে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বিসি রায় শিশু হাসপাতাল বা মেডিক্যাল কলেজের কোনও প্রতিক্রিয়া মেলেনি।    


লিলুয়ায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি!


অন্য দিকে, লিলুয়ার (Liluah) ভট্টনগরে এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ। এই ঘটনা নাম জড়িয়েছে এক তৃণমূল নেতারও। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা (TMC)। আতঙ্কে রয়েছে আক্রান্ত পরিবার।


১৮ অগাস্ট লিলুয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার। সেই অভিযোগে নাম রয়েছে কেশব হালদার নামে স্থানীয় তৃণমূল নেতার। যদিও, তৃণমূল নেতা কেশব হালদার সব অভিযোগ অস্বীকার করেছেন। লিলুয়ার স্থানীয় তৃণমূল নেতা কেশব হালদার বলেন, “সেদিন সন্ধেবেলায় ওখানে ছিলাম না। এই ঘটনার বিন্দুবিসর্গ জানি না।’’ এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত ২ জনকে মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হয়।


আরও পড়ুন: Threat Letter to Judge: বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি, তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ


এর আগে, প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে নারকেলডাঙায়, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে। অভিযুক্ত প্রোমোটার সহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।