আসানসোল: আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই (CBI) আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় তদন্ত নামল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ (Asansol Durgapur Commissionerate)। সূত্রের খবর, রাজেশ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন। তারপরই পুলিশ তদন্তে নেমেছে।
বিচারককে হুমকি চিঠির ঘটনায় তদন্ত: পুলিশ সূত্রে খবর, চিঠিতে প্রেরক হিসেবে যাঁর নাম রয়েছে, সেই পূর্ব বর্ধমান (Purba Bardhhaman) এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট কোর্টের হেডক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন অফিসাররা। পুলিশ সূত্রে খবর, হুমকি চিঠির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগসূত্র মেলেনি। তদন্তকারীরা মনে করছেন, জাল সিল ব্যবহার করা হয়েছে। কোথা থেকে চিঠি পাঠানো হল, কে বা কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
CBI হেফাজতে অনুব্রত মণ্ডল। আজই শেষ হচ্ছে ১৪ দিনের মেয়াদ। তাঁকে ফের আসানসোল আদালতে তোলা হচ্ছে। আর ঠিক তার আগে বিস্ফোরক হুমকি চিঠি দেওয়া হয় আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে। ২০ অগাস্ট পাঠানো এই চিঠিতে প্রেরক হিসেবে সই রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে একজনের। চিঠিতে তাঁর পরিচয় লেখা হয়েছে পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট কোর্টের হেডক্লার্ক এবং তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্পাদক।
হুমকি চিঠিতে লেখা হয়েছে, অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দিতে হবে। না হলে, মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারকে। ইতিমধ্যেই বিষয়টি জেলা জজ ও কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানিয়েছেন বিশেষ CBI কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী। আর যাঁর নাম করে এই হুমকি চিঠি দেওয়া হয়েছে, সেই পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট কোর্টের হেডক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের গতকালই জানিয়েছিলেন, তিনি এ বিষয়ে কিছুই জানে না। তাঁর কথায়, “হাজার ওরম বেরোচ্ছে, বেরোতেই পারে। আমি জানিই না এই ব্যাপারে। আমি একটা পাতি এখানকার সরকারি কর্মচারী। আমি পলিটিকাল কিছু করিও না, জানিও না।'' এদিকে আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় সিবিআই তদন্ত চান অনুব্রত মণ্ডল। আজ নিজাম প্যালেস থেকে বেরনোর সময় এই দাবিই করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। হুমকি চিঠির প্রসঙ্গে তিনি বলেন, জজ সাহেবকে বলবেন, সিবিআই তদন্ত চাইবেন।
আরও পড়ুন: Calcutta High Court: পুজো অনুদান নিয়ে হাইকোর্টে আইনজীবী, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি