কলকাতাঃ 'রাজ্যে ৩০ হাজার চাকরি তৈরি হয়ে আছে। স্কিল ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে', বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের ইতিমধ্যেই রাজ্যে ৩০ হাজার চাকরি তৈরি হয়ে আছে। স্কিল ট্রেনিং যারা নিয়েছেন, তাঁদের হাতে তুলে দেব। যত ইন্ডাস্ট্রি হবে, তত কর্মস্থান বাড়বে।' এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে সক্রিয়ভাবে কাজ করছে, বাংলার ছাত্র-ছাত্রীরা উপকৃত হচ্ছেন, একথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি চাইবো আমাদের ছাত্র ছাত্রীরা ভাল করে পড়াশোনা করুক। তাঁদের যেনও দূরে দূরে ঘুরে বেরাতে না হয়।' কারণ বাংলার বুকেই তাঁদের জন্য পর্যাপ্ত চাকরি থাকবে বলে এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।


আরও পড়ুন, 'মুখ খুলুন রাজ্যপাল', মমতাকে নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্যে রাজভবনে ব্রাত্য-কুণালরা


রাজ্যে ৩০ হাজার চাকরি তৈরি হয়ে আছে : মুখ্যমন্ত্রী 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলা ছাত্র ছাত্রীদের কর্মসংস্থানের ইস্যুতে বলেন, 'রাজ্যে ৩০ হাজার চাকরি তৈরি হয়ে আছে। স্কিল ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে।' এরপরেই মুখ্যমন্ত্রী বলেন,' ইন্ডাস্ট্রি মাটি থেকে হয়, ঘাস থেকে হয়। কতরকম ইন্ডাস্ট্রি। অনুর্বর জমি ছিল প্রচুর। কেউ তাঁকিয়ে দেখেনি। আমরা সব জমিগুলিকে উর্বর করছি। এবং সেখানে মাটিতে ধানের চাষ হচ্ছে, পুকুর তৈরি করে মাছের চাষ হচ্ছে। হর্টিকালচার হচ্ছে। এভাবেই লক্ষ লক্ষ অনুর্বর মাটিকে উর্বর করে কর্ম সংস্থান বাড়ানো হচ্ছে।'


কেন্দ্র টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়


কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন,  একটা জিনিসে আমাদের দুঃখ্য হচ্ছে যেটা, ১০০ দিনের কাজের টাকা ৬ মাসের উপরে বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভমেন্ট থেকে ইউজিসির টাকাও অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। পিএইচডি করতে আগে ছেলে মেয়েরা যেটা পেত, সেটাও ওরা দেয় না।'